এর আগেও এই ধরনের ঘটনার কথা আমরা জেনেছি। আর ফের একবার বিমানেই সন্তানের জন্ম দিলেন এক মা। বিমান তখন মাঝ আকাশে। উড়ে যাচ্ছে গন্তব্যের দিকে। শান্ত বিমানে হঠাৎই এক তরুণীর চিৎকার। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার।
ওই তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি বিমানে ওঠেন। আর বিমানে ওঠার পরেই শুরু হয় প্রবল প্রসব যন্ত্রণা। সহ্য করতে পারেননি যন্ত্রনা। চিৎকার করে ডাকতে শুরু করেন বিমান সেবিকাদের। যাত্রীর চিৎকার শুনে ছুটে আসেন বিমান সেবিকারা।
ওই তরুণীর মা হওয়ার সময় যে এগিয়ে এসেছে তা বুঝতে পারেন অভিজ্ঞ বিমানকর্মী। তৎক্ষণাৎ পাইলটকে গিয়ে বলেন। পাইলট গন্তব্যের দিক থেকে মুখ ঘুরিয়ে আবার ফেরত আসার চেষ্টা করেন । কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন ওই তরুণী।যাত্রীদের মধ্যে এক জন পেশায় চিকিৎসক এবং এক জন ছিল তরুণী সেবিকা। তাঁদের সহায়তাতেই মাঝ আকাশে মা হন ওই তরুণী।
এই ঘটনার কথা আনন্দের সঙ্গে জানানো হয়েছে ওই বিমান সংস্থার সোশ্যাল মাধ্যমের পাতায়। পশ্চিম আফ্রিকার সেনেগালের দাকার বিমানবন্দর থেকে ‘ব্রাসেল্স এয়ারলাইন্স’ সংস্থার একটি বিমানে এই ঘটনা ঘটে। নদেয়ে নামক ওই তরুণী অন্তঃসত্ত্বা অবস্থায় প্লেনে ওঠে। কিন্তু প্লেন বিমানবন্দর ছেড়ে উড়ান ভরতেই প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় তরুণী।
এরপর বিমানকর্মী জেনিফার জোয়ী তার গুরুতর অবস্থার কথা ভেবে পাইলটকে জরুরি অবতরণের জন্য বলেন। একই সঙ্গে খোঁজ শুরু হয় যাত্রীদের মধ্যে কেউ চিকিৎসক রয়েছেন কিনা। এই বিষয়ে জোয়ী জানিয়েছেন, বিমানকর্মীদের সকল বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি এই ধরনের পরিস্থিতির জন্যও তাদেরকে প্রস্তুত করা হয়। সদ্যজাত ওই শিশুকে বেবি ফ্যান্টা নাম দিয়েছে উক্ত বিমানের কর্মীরা।