ভারতবর্ষে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আসলে বিচিত্রতায় ভরা এই দেশের মানুষজন কিন্তু বেশ বর্ণময়। আর মাঝেমধ্যেই তারা এমন কিছু কিছু উদ্ভট কান্ড ঘটান বা দাবি দাওয়া করে বসেন যা রীতিমতো শোরগোল ফেলে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই রকমই শোরগোল ফেলেছেন এক মহিলা।
১১ বছর আগে মৃত স্বামী নাকি গর্ভে এসে সন্তান দিয়ে গেছে। এমনটাই দাবি ওই মহিলার। আর যা শুনে রীতিমতো ভ্যাবাচেকা খেয়েছে নেট পাড়া। ১১ বছর আগে মৃত স্বামী এখনও রোজ স্বপ্নে আসে, তারা একসঙ্গে গল্প করেন খাওয়া-দাওয়া করেন। আর সেই মৃত স্বামীই স্বপ্নে এসে এবার সন্তান দিয়েছে। সম্প্রতি এমনই দাবি করা ওই মহিলার ভিডিও রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ওই ভিডিওতে মহিলাকে বলতে শোনা গেছে, তার স্বামী আজ থেকে ১১ বছর আগে প্রয়াত হয়েছেন। কিন্তু তিনি চলে গেলেও স্ত্রীর সঙ্গ ছাড়েননি।
১১ বছর ধরে তার স্বামী তার সঙ্গে দেখা করতে আসতেন। নিয়মিত স্বপ্নে তিনি স্বামীর দেখা পেতেন।
ওই মহিলার দাবি তার স্বপ্ন রীতিমতো সত্যি হয়েছে। স্বপ্নেও তার স্বামী রীতিমতো জীবিত ব্যক্তির মতোই আচরণ করতেন। শুধু কি গল্প? রীতিমতো খাওয়া-দাওয়াও করতেন। কিন্তু সূর্যোদয় হওয়ার আগেই অদৃশ্য হতেন। এই ঘটনা একদিন দু’দিনের নয়। দীর্ঘ ১১ বছর ধরে ঘটে চলেছে এই একই ঘটনা। আর সেই স্বামী এবার গর্ভে উপহার দিয়েছে এক সন্তান।
https://x.com/AnilYadavmedia1/status/1897129365701611589/