সুঠাম শরীরে পেশি বহুল চেহারা! বডি বিল্ডার কনের ভিডিও দেখে তাজ্জব হইচই নেট পাড়া

By Bongnews24x7

Published On:

Follow Us

আপনি যদি মন থেকে কোনও কিছু করতে চান তাহলে আর কোনও বাধাই আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায় না। বিগত কয়েক দশকে আমরা দেখেছি বিশ্বজুড়ে সমানাধিকারের লড়াইয়ে মেয়েরা কিন্তু কোথাও পিছিয়ে নেই। শিক্ষা হোক বা রাজনীতি, খেলাধুলা বা সামরিক ক্ষেত্র সর্বত্র‌ই মেয়েদের হার দিন দিন বেড়েছে।

তবে আজও সমাজের বিভিন্ন জায়গায় নারীরা শুধুমাত্র‌ই পণ্য হিসেবেই থেকে গেছেন। তারা শিকার হন পুরুষের অন্যায় আচরণের, অত্যাচারের। তারা আজও ভোগ্যপণ্য। তবে সর্বত্র কিন্তু চিত্রটা এক রকম নয়। কিছু কিছু জায়গায় নারীদের দেখলে চমকে উঠতে হয়। হয়ত তাদেরকে দেখে পুরুষরাও ভয় পায়।

সম্প্রতি এমন এক নারীর ভিডিও ভাইরাল হয়েছে যিনি তথাকথিত নারী সমাজের প্রতিনিধি একেবারেই নন। তবে তার সৌন্দর্য্য‌ও যেন নজরকাড়া।‌ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক নারীর ভিডিও ভাইরাল হয়েছে যার চেহারা দেখে লজ্জায় পড়ে যেতে পারেন বহু পুরুষ। বিয়ের পোশাকে বডি বিল্ডিং-এর পোজ দিয়েছেন তিনি। তার হাতের পেশি দেখলে মাথা ঘুরে যেতে পারে পুরুষদেরও। ‌

কর্নাটকের বাসিন্দা ওই তরুণীর নাম চিত্রা পুরুষোত্তম। বিষয় একজন বডি বিল্ডার। ‌ দারুণ সুন্দর মুখশ্রীর অধিকারিনী ওই তরুণীর চেহারাও কিন্তু আকর্ষণীয়। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।‌ বিয়ের অনুষ্ঠান থেকেই তার চেহারার ভিডিও ভাইরাল হয়। শাড়ি, শাড়ির সঙ্গে মানানসই গয়নায় সুসজ্জিত হয়ে তিনি যখন বডি বিল্ডিং এর পোজ দিয়েছেন তা চোখের পলক ফেলার আগেই ভাইরাল সোশ্যাল মাধ্যমে।

‘জখমি শায়র’ নামক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ওই ভিডিওটি ইতিমধ্যেই ১৩ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ওই ভিডিওটি দেখে লোকে যেমন তার চেহারার প্রশংসা করেছেন তেমন‌ই আবার মজার মজার মন্তব্য‌ও করেছেন মহু মানুষ। কেউ লিখেছেন এই মহিলা অন্তত শ্বশুরবাড়িতে অত্যাচারিত হবেন না।‌ কেউ লিখেছেন গোটা শ্বশুরবাড়ি তার ভয়ে কাঁপবে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now