সোশ্যাল মিডিয়ায়, মাঝেমধ্যেই ভাইরাল হয় বেশ কিছু ঘটনার ভিডিও। যার মধ্যে বেশি কিছু ঘটনার ভিডিও দেখলে রীতিমতো হাড় হিম হয়ে যায় আমাদের। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা দেখলে রীতিমতো চমকে উঠতে হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আবাসনের বাইরে খেলা করছিল বেশ কিছু শিশু। ছুটে দৌড়ে খেলা করছিল বাকি শিশুরা। একটি শিশু রাস্তার উপরে বসে ছিল। আর সেই সময় আবাসনের ভিতর থেকে একটি গাড়ি এসে চেপে দেয় ওই শিশুকে। রে রে করে ছুটে আসেন বাকিরা। সোশ্যাল মিডিয়ায় ঝড় এর গতিতে ভাইরাল হয়েছে ওই ভিডিও।
দুর্ঘটনার পর একজন ছুটে এসে ওই শিশুকে গাড়ির তলা থেকে বের করেন। অবশ্য গাড়ি থামিয়ে দিয়েছিল ওই মহিলা। তিনিও নেমে আসেন গাড়ি থেকে। উল্লেখ্য, অভিযুক্ত ওই মহিলা গাজ়িয়াবাদের রাজেন্দ্রনগর এলাকায় থাকেন। ওই আবাসনের সামনে গাড়ি বেরোনোর জায়গাতেই খেলছিল শিশুরা দিন ‘এসজি গ্র্যান্ড সোসাইটি’ আবাসনে এক পরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর সেখান থেকে গাড়ি চালিয়ে বেরোনোর সময় ঘটে ওই দুর্ঘটনা।
@ghaziabadpolice कल शाम 4 बजे एसजी ग्रैंड में विजिटर महिला द्वारा एक बच्चे पे अपनी कार को चढ़ा के भाग गई। कुछ लोग इनको बचाने के लिए गेट एंट्री की रजिस्टर को फरवा दिया, अब इसका फुटेज मांगने पे AOA अधिकारी नहीं दे रहे है, जिससे FIR नहीं हो पाई। @dgpup @dm_ghaziabad @myogioffice pic.twitter.com/cd6q7i0F3I
— Rupesh Verma / रूपेश वर्मा (@rupeshjverma) February 25, 2025
আবাসনের সামনে গাড়ি বেরোনোর জায়গায় খেলছিল শিশুরা। বসে থাকা ওই শিশুর নজর এড়িয়ে যান মহিলার। যদিও গাড়ি আসতে দেখে উঠতে যায় ওই শিশু। কিন্তু পারেনি। তার আগেই ঘাড়ের ওপর উঠে পড়েছে গাড়ি। জানা গেছে শিশুটি আহত। তবে আঘাত বিশাল গুরুতর নয়। দুর্ঘটনা ঘটার পর শিশুটিকে দেখতে গাড়ি থেকে নামলেও তারপর ভয় গাড়িতে উঠে পালিয়ে যান ওই মহিলা। এমনকি জানা গেছে, ওই মহিলাকে গ্রেফতারির হাত থেকে বাঁচাতে কেউ আবাসনে প্রবেশের নথিভুক্তির পাতা পর্যন্ত ছিঁড়ে দিয়েছেন।