কুম্ভ মেলায় যেতে পারেননি স্বামী! ভিডিও কলে‌ই স্বামীকে পুণ্যস্নান করলেন স্ত্রী

By Bongnews24x7

Published On:

Follow Us

বড়ই বিচিত্র দেশ এই ভারত! ততধিক বিচিত্র এই দেশের মানুষ জন। বিচিত্রতার বহর দেখলে অবাক হতে হয় বৈকি! বর্তমান সময়ে ভারতবাসীর ভ্রমণের একটাই মাত্র কেন্দ্র হয়ে গেছে কুম্ভ মেলা। যদিও আগামীকাল মহা শিবরাত্রির দিন শেষ হয়ে যাচ্ছে মহাকুম্ভের মেলা।

কুম্ভ উপলক্ষে ইতিমধ্যেই ৬০ কোটি মানুষেরও বেশি জন সমাগম হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আর হবে নাই বা কেন! ১৪৪ বছর পর আসা মহাকুম্ভ যোগে নিজেদের পাপ ধুয়ে পুণ্য অর্জনের লক্ষ্যে কাতারে কাতারে মানুষ ছুটে চলেছেন প্রয়াগরাজে। মৃত্যু, দুর্ঘটনা কোন কিছুকেই পরোয়া করেননি কেউ।

বলাই বাহুল্য চলতি বছরের কুম্ভ প্রাণ কেড়েছে বহু‌ মানুষের। কিন্তু আম জনতাকে পুণ্য অর্জন করা থেকে আটকানো যায়নি। আর এবার সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখি রীতিমতো হেসে কুটোপুটি খাচ্ছেন সাধারণ মানুষ। কী রয়েছে সেই ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্বামীকে ছাড়াই কুম্ভের মেলায় এসে পুণ্য অর্জন করেছেন এক তরুণী। তবে নিজে পুণ্য অর্জন করলে হবে স্বামীকে‌ও তো করাতে হবে! আর সেই কারণেই ভিডিও কলে থাকা স্বামীকে জলে চুবিয়ে ছাড়লেন ওই তরুণী।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চুড়িদারের উপর সোয়েটার পরে জলে নেমেছেন এক তরুণী। তার হাতে রয়েছে ফোন। অন্য হাত দিয়ে ওড়না সামলে স্বামীকে জলে চোবাচ্ছেন তিনি। এইভাবেই অনলাইনে পূণ্য স্নান সারলেন ওই তরুণীর স্বামী। ‘আসলি.শুভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now