সোশ্যাল মিডিয়ার জেরে এখন বিভিন্ন জায়গার বিভিন্ন খবর আমরা চোখের নিমেষে দেখতে পাই। সেই সমস্ত ভাইরাল ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও আমাদের চোখে জল আনতে বাধ্য করে। মনকে ভারাক্রান্ত করে দেয়। বিভিন্ন ভাইরাল ভিডিওর জেরে আমরা অনেক সময়ই দেখেছি এক্ষুনি হাসতে থাকা, পারফর্ম করতে থাকা মানুষটা হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়ে মারা যাচ্ছেন। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আর যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না নেটিজেনরা।
নিজের খুড়তুতো ভাইয়ের বিয়েতে নাচতে নাচতে মারা গেলেন পরিণীতা জৈন। বড় স্টেজে একাই পারফর্ম করছিলেন পরিণীতা। মেতে উঠেছিলেন পরিবারের সকলের সঙ্গে ভাইয়ের বিয়ের আনন্দে। সেখানেই মাত্র ২৩ বছর বয়সের হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেলেন তিনি।ঘটনাটি ঘটছে মধ্যপ্রদেশের বিদিশায়। যদিও ওই তরুণী ইন্দোরের বাসিন্দা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। বিভিন্ন সময় স্টেজে বিভিন্ন পারফর্ম করতে করতে মৃত্যুর ঘটনা আজকাল আকছার ঘটছে। অত্যন্ত জিম করার ফলেও ঘটছে মৃত্যুর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে হলদির অনুষ্ঠানে নাচছিলেন পরিণীতা। সেই সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন ২০০ জনেরও বেশি অতিথি। নাচতে নাচতে হঠাৎই সপাটে পড়ে যান তিনি।
क्या पता मौत कभी भी आ सकती है।
स्टेज पर डांस करते करते अचानक गिर पड़ी युवती और फिर हो गई मौत !! pic.twitter.com/RKeamSCGbQ— Khinyaram Bhadoo (@Kram4barmer) February 9, 2025
তাকে পড়ে যেতে দেখেই ছুটে আসেন পরিবারের সবাই। সেখানে ছিলেন চিকিৎসকও। সিপিআর দিলেও পরিণীতা সাড়া দেননি। এরপর সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে এমবিএ-এর ছাত্রী পরিণীতার এক ছোট ভাইও ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।