শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার! ঘাতক ট্রাকে আগুন ধরালো উত্তেজিত জনতা

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৩:৩৭ পিএম | আপডেট: মার্চ ১৫, ২০২২, ০৯:৩৭ পিএম

স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার! ঘাতক ট্রাকে আগুন ধরালো উত্তেজিত জনতা
স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার! ঘাতক ট্রাকে আগুন ধরালো উত্তেজিত জনতা

নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। এদিন সকালে স্কুলে যাওয়ার পথেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রাথমিক স্কুল পড়ুয়ার। জানা গিয়েছে, মৃত স্কুল পড়ুয়ার নাম মোমিন মণ্ডল। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার আঁশমালিতে। 

এই দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি স্থানীয় উত্তেজিত জনতার বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে আঁশমালি দত্তপুলিয়া রোড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা হওয়ার কারণে সমস্ত স্কুলে সকালবেলায় ক্লাস হচ্ছে। তাই আঁশমালির বেলেআটি পাড়ার আরিফুল মণ্ডল এর পুত্র মোমিন মণ্ডল মঙ্গলবার সাইকেল করে স্কুল যাচ্ছিল সকালে। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। 

ওই সময় একই রাস্তা দিয়ে আঁশমালি দত্তপুলিয়া রাজ্য সড়কে একটি মালবোঝাই ট্র্যাক আঁশমালি থেকে দত্তপুলিয়া যাচ্ছিল। রাস্তায় আচমকাই মোমিনের সাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এর জেরে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যান মোমিন। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

এদিকে, এই দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় ঘাতক ট্রাকে। পাশাপাশি অবরোধ করে আঁশমালি দত্তপুলিয়া রাজ্য সড়ক। যদিও পরে গাংনাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় এখনও পুলিশ পিকেট রয়েছে। পাশাপাশি মৃত ছাত্রের পরিবারে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।