নিজস্ব প্রতিবেদনঃ এবার নতুন জায়গায় কাজে যোগ দিলেন কেতুগ্রামের লড়াকু রেণু খাতুন। হ্যাঁ, সেই রেণু খাতুন, যাকে নার্সের সরকারি চাকরি করতে দেবে না বলেই ডান হাতের কবজি কেটে নিয়েছিল তাঁর স্বামী। কিন্তু তার পরেও দমে যাননি তিনি। হাসপাতাল থেকে লড়াইটা চালিয়ে গেছে, সমস্ত প্রতিকূলতার সঙ্গে। লক্ষ্যে অবিচল থেকে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। গোটা বাংলা আজ তাঁর সেই লড়াইয়ের সাক্ষী।
এরপর সুস্থ হয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত জুন মাসে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে রেণু খাতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। গত কয়েক মাস সেখানেই তিনি কর্মরত ছিলেন। এবার নতুন চাকরির নিয়োগপত্র হাতে পেলেন রেণু খাতুন।
গত ২১ জুন জেলার মুখ্য স্বাস্থ্য দফতরে স্টাফ নার্স গ্রেড-২ পদে যোগ দিয়েছিলেন রেণু। সেই কাজে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছিলেন পাশে থাকার জন্য। সেই সময়ই জেলার মুখ্য স্বাস্থ আধিকারিক প্রণব রায় জানিয়েছিলেন যে, স্বাস্থ্য ভবন থেকে নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত রেণু খাতুন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন।
এদিকে, এর মধ্যেই নয়া নির্দেশও এসে গিয়েছে স্বাস্থ্য ভবন থেকে। সেই নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার বর্ধমানের ১ নম্বর ব্লকের কুড়মুনে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন চাকরিতে যোগ দিলেন কেতুগ্রামের রেণু খাতুন। নতুন কাজে যোগ দেওয়ার পর তিনি জানান, তাঁর কাজ হল মানবসেবা,সেই কাজ যেন তিনি করতে পারেন।
আপনার মতামত লিখুন :