শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

রাজ্যের গর্ভবতী মায়েদের জন্য নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের! উপকৃত হবেন গর্ভবতীরা

বংনিউজ24X7

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৫:২২ পিএম | আপডেট: মে ২৯, ২০২২, ০৬:১৬ পিএম

রাজ্যের গর্ভবতী মায়েদের জন্য নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের! উপকৃত হবেন গর্ভবতীরা
রাজ্যের গর্ভবতী মায়েদের জন্য নয়া উদ্যোগ স্বাস্থ্য দফতরের! উপকৃত হবেন গর্ভবতীরা / প্রতিকী ছবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সুখবর! রাজ্যের গর্ভবতী মায়েদের জন্য নয়া এবং বিশেষ উদ্যোগ নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার থেকে প্রসূতি মা তাঁর নিজস্ব পছন্দ অনুযায়ী, প্রসবসাথী রাখতে পারবেন সন্তান প্রসবের সময়। এমনই নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। 


সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত মহিলা প্রসবের জন্য ভর্তি হবেন, তাঁদের সাহায্য করবেন প্রসবসাথী। যে কোনও মহিলা, যিনি গর্ভবতী মহিলার নিকটআত্মীয় এবং নিজে প্রসব যন্ত্রণার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তিনি প্রসবসাথী হতে পারবেন।


রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে যে, সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে এই নিয়ম চালু করতে হবে। হাসপাতালের অনুমতিক্রমে গর্ভবতী মহিলার স্বামীও প্রসবসাথী হিসেবে থাকতে পারবেন, যদি তিনি হাসপাতালের গোপনীয়তা রক্ষা করতে পারেন এবং অন্য মহিলাদের তাতে কোনও আপত্তি না থাকে তবেই। জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা চলাকালীন এবং সমগ্র প্রসব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত হাসপাতালে থাকতে পারবেন প্রসবসাথী।