শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এবার মাত্র একটি মিসড কলেই পদক্ষেপ! আসছে ‘দিদিকে বলো’র ধাঁচে নয়া কর্মসূচি; ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৮:০৩ পিএম | আপডেট: মার্চ ২৮, ২০২২, ০২:১৪ এএম

এবার মাত্র একটি মিসড কলেই পদক্ষেপ! আসছে ‘দিদিকে বলো’র ধাঁচে নয়া কর্মসূচি; ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার মাত্র একটি মিসড কলেই পদক্ষেপ! আসছে ‘দিদিকে বলো’র ধাঁচে নয়া কর্মসূচি; ঘোষণা মুখ্যমন্ত্রীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার দুর্নীতি ঠেকাতে নতুন সমাধানের রাস্তা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কোনরকম দুর্নীতি অথবা অপ্রীতিকর ঘটনা ঘটলেই এবার থেকে শুধুমাত্র একটা মিসড কল দিয়ে অভিযোগ জানানো যাবে, তাও সহজেই। জানা গিয়েছে, আগামী দু’মাসের মধ্যেই ‘দিদি কে বলো’র ধাঁচে একটা নতুন কর্মসূচীর ঘোষণা করবে রাজ্য সরকার। এদিন শিলিগুড়ি থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ সফরের পুরভোটের পর, প্রথম সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। রবিবার শিলিগুড়ির উত্তরা ময়দানে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই মঞ্চ থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের জন্য ১১ টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এই ১১ টি প্রকল্পে রাজ্য সরকারের ব্যয় হয়েছে ১১০ কোটি টাকা।

এদিন মুখ্যমন্ত্রী রামপুরহাটের বগটুই কাণ্ড নিয়েও মুখ খোলেন। রামপুরহাট প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মানছি পুলিশের ভুল ছিল প্রথমে। খুন হওয়ার পর ওদের আশঙ্কা করা উচিত ছিল কিছু একটা ঘটতে পারে। পুলিশের ভুল আছে, আমরা তার জন্য ব্যবস্থাও নিয়েছি। এসডিপিও, ওসিকে তার জন্য সরানো হয়েছে। ২২ জন গ্রেফতার হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেও গ্রেফতার করা হয়েছে। সবাই জানে সব তৃণমূলের লোকেরাই গ্রেফতার হয়েছে।’

তিনি বলেন, ‘কেউ কেউ যখন নিজেকে সামলাতে পারে না তখন হামলার পথ বেছে নেয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, রামপুরহাটে ষড়যন্ত্র হয়েছে। বাংলায় বদনাম মানব না। বাইরে থেকে এসে চ্যানেল করে বাংলার বদনাম করা হচ্ছে। আগামী দিনে এর ফয়সলা মানুষ করে দেবে।’ 

বগটুই কাণ্ডে পুলিশের ভুলের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘গ্রাম ও শহরের ছেলেমেয়েরা নজর রাখুন। যদি দেখেন কেউ কোথাও তছনছ করতে এসেছে, সঙ্গে সঙ্গে খবর দিন। আপনাদের পুরস্কৃত করা হবে। কারও কাছে যদি কোনও খবর থাকে, অমুক জায়গায় পরিকল্পনা করে দাঙ্গা লাগানো হতে পারে কিংবা গন্ডগোল পাকানোর চেষ্টা করা হতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিন। আর পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ছবি তুলে পাঠিয়ে এই ধরণের ঘটনা ধরিয়ে দিতে পারলে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নেব। আর সেই ব্যক্তিকে সরকার থেকে পুরস্কৃত করা হবে। আগামী দু‍‍`মাস সময় দিলাম। কারও বিরুদ্ধে দুর্নীতি, খুন খারাপের অভিযোগ থাকলে দিদি কে বলোর ধাঁচে বিকল্প একটা সেট আপের ব্যবস্থা করব। নামটা এখনই বলছি না। সেখানে একটা মিসড কল দেবেন। নাম বলবেন, কী ঘটছে বলবেন, সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেব। সে অফিসারই হোক, সে কোনও রাজনৈতিক দলই হোক বা সাংবাদিক, বাইরের লোকই হোক। ব্যবস্থা হবেই’

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন এদিন, ‘দেউচা পাঁচামি আটকাতে বগটুইয়ে ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশকে দায়ী করা হচ্ছে। দেউচা পাঁচামি হলে বহু কর্মসংস্থান হবে। এক লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছি। সে কারণেই হিংসা থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে।’

লোকসভা নির্বাচনী আবহে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সাফল্য এসেছিল রাজ্য সরকারের। নানা জায়গা থেকে শাসকদলের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছিল। মানুষ অনেক নেতার বিরুদ্ধেও এগিয়ে এসে মুখ খুলেছিল। সেই ধাঁচেই এবার নয়া কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বাম-কংগ্রেস এবং বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘৩৪ বছর ধরে সিপিএম ক্ষমতায় ছিল, কেন্দ্রে সরকার ছিল কংগ্রেসের, বিজেপি এখন ক্ষমতায়। অথচ মানুষের জন্য কেউই কোনও কাজ করেনি।’

আজকের অনুষ্ঠানের মঞ্চ থেকে দলীয় কর্মীদেরও কড়া বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘এখানে সবাইকে বলব, দু একজন দুষ্টু গরু সব জায়গাতেই থাকে। তাদের সাবধান হতে বলব, সতর্ক হতে বলব। ভাল করে কাজ করুন। কেউ কোনও গন্ডগোলে জড়াবেন না। মনে রাখবেন অন্য কেউ ক্ষমা করলেও, আমি কিন্তু ক্ষমা করব না। আমি কোনও হিংসা, সন্ত্রাস চাই না।’

অন্যদিকে, বিরোধীদের আক্রমণ করে বলেন, ‘উন্নাও, হাথরস, লখিমপুরের ঘটনায় কী বিচার হয়েছে? সিবিআই হয়েছে? অসমে এনআরসি নিয়ে কত লোকের মৃত্যু হল, দিল্লতে কত লোক মারা গেল। কেউ বিচার পেয়েছে? কর্নাটক, উত্তরপ্রদেশে বিচার হয়েছে? ত্রিপুরা, অসম, উন্নাও, দিল্লির হিংসায় আমাদের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়নি। আর এখানে আমি যাতে যেতে না পারি তাই সকাল-বিকেল সেজেগুজে রাস্তায় নেমে পড়ছে।’