শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নজরে নির্বাচন! আজ মেঘালয় সফরে মমতা-অভিষেক, মঙ্গলে বৈঠক

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৯:৫২ এএম | আপডেট: ডিসেম্বর ১২, ২০২২, ০৩:৫২ পিএম

নজরে নির্বাচন! আজ মেঘালয় সফরে মমতা-অভিষেক, মঙ্গলে বৈঠক
নজরে নির্বাচন! আজ মেঘালয় সফরে মমতা-অভিষেক, মঙ্গলে বৈঠক

পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচন নজর তৃণমূলের। উত্তর পূর্ব রাজ্যে ঘাঁটি স্থাপন করতে মরিয়া তৃণমূল। এই পরিস্থিতিতে আজ ফের মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সেখানে মঙ্গলবার নির্বাচন প্রস্তুতির বৈঠক হবে।

মঙ্গলবার মেঘালয়ের শিলংয়ে কর্মীসভা করবেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শিলংয়ে সেন্ট্রাল লাইব্রেরিতে জনসভা হবে।আগামী বছরের শুরুতেই মেঘালয় বিধানসভার নির্বাচনেও অংশ নেবে বাংলার শাসকদল। তাই তার আগেই এদিন প্রস্তুতি বৈঠক সারতেই সে রাজ্যে যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

উত্তর-পূর্বের রাজ্যে অনেকদিন থেকেই ঘাঁটি মজবুত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগদান করায় এখন মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূলই।সূত্রের খবর, কর্মীসভার  আগে বা পরে চার্চে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন সেখানে গিয়ে ৷ পশ্চিম গারো পাহাড়ে আদিবাসী ভোট ফ্যাক্টর। সেখানকার জনজাতিদের নানা অভাব অসুবিধাকে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷

তৃণমূল সূত্রে খবর, শুধুমাত্র ২০২৩-এর বিধানসভা নয়, বরং ২০২৪-এর লোকসভার জন্যও মেঘালয়কে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান চালু করা হয়েছে। যা যা ঘোষণা বা বক্তব্য তিনি শিলংয়ে রেখেছিলেন তা রাজনৈতিকভাবে বাস্তবিক রূপ দেওয়ার জন্য মেঘালয়কে দিল্লির সামনে নিয়ে আসা হচ্ছে।