শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

প্ল্যাটফর্ম টপকে ওভারব্রিজে উঠে গেল মালগাড়ি! ঘটনাস্থলেই মৃত অন্তত ৩

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ১০:৩৬ এএম | আপডেট: নভেম্বর ২১, ২০২২, ০৪:৩৬ পিএম

প্ল্যাটফর্ম টপকে ওভারব্রিজে উঠে গেল মালগাড়ি! ঘটনাস্থলেই মৃত অন্তত ৩
প্ল্যাটফর্ম টপকে ওভারব্রিজে উঠে গেল মালগাড়ি! ঘটনাস্থলেই মৃত অন্তত ৩

লাইনচ্যুত মালগাড়ি আর এর জায়গায় মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে । এই ঘটনায় পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে দক্ষিণ-পূর্ব শাখার রেল চলাচল।

রেল সূত্রে খবর ভদ্রক কাপিলাস সেকশনের কোরাই স্টেশনে এদিন সকাল পৌনে সাতটা নাগাদ একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে কামড়াগুলি লাইন থেকে প্ল্যাটফর্মের উপরে উঠে ওভার ব্রিজ পর্যন্ত উঠে যায়। এর জেরে প্লাটফর্মে থাকা ঘরগুলিও ভেঙে যায়। আহত হন প্লাটফর্মে থাকা লোকজন।

এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের। ঘটনাস্থলে যাচ্ছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও।

ইতিমধ্যেই ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে৷ বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও৷ এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও করা হয়েছে৷ চালকের ভুল নাকি রেল লাইনে কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷