শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আবারও বাতিল বহু লোকাল! কোন কোন শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল? জানুন বিস্তারিত

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ১১:০১ এএম | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:০১ পিএম

আবারও বাতিল বহু লোকাল! কোন কোন শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল? জানুন বিস্তারিত
আবারও বাতিল বহু লোকাল! কোন কোন শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল? জানুন বিস্তারিত

হাওড়া বর্ধমান কর্ড লাইনে কামার কুন্ডু, বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মাঝে ইন্টার লকিংয়ের কাজের কারণে ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল।যার যেরে দুর্ভোগ পোহাতে হতে পারে যাত্রীদের। ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পূর্ব রেল জানিয়েছে, এই ইন্টারলকিংয়ের কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হবে। ইএমইউ লোকাল ট্রেন গুলি হল হাওড়া থেকে- ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১, ৩৬০৭১ মশাগ্রাম থেকে- ৩৬০৮৪,৩৬০৮৬ বর্ধমান থেকে-৩৬৮৪০ গুড়াপ থেকে-৩৬০৭২ বারুইপাড়া-৩৬০১২

কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। নিত্যদিন বহু অফিস যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে বহু মানুষের যাতায়াত এই স্টেশনগুলিতে। ফলত, আগামী ১৩ দিন ট্রেন বাতিলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

কিছুদিন আগেও এই শাখায় পাওয়ার ব্লকের কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, ছ ঘন্টার জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। সে কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। যাত্রাপথ পরিবর্তন হয়েছিল বেশ কিছু দূরপাল্লার ট্রেনের।