শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সুখবর! ফের পুরনো সময়ে ফিরছে লোকাল ট্রেনের সূচি, রাত ১২ পর্যন্ত চলবে ট্রেন! বাঁচলেন যাত্রীরা

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১০:৪২ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১১:১২ পিএম

সুখবর! ফের পুরনো সময়ে ফিরছে লোকাল ট্রেনের সূচি, রাত ১২ পর্যন্ত চলবে ট্রেন! বাঁচলেন যাত্রীরা
সুখবর! ফের পুরনো সময়ে ফিরছে লোকাল ট্রেনের সূচি, রাত ১২ পর্যন্ত চলবে ট্রেন! বাঁচলেন যাত্রীরা / প্রতীকী ছবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ থেকে আরও শিথিল হয়েছে করোনাবিধি। রাত ১১ টার পরিবর্তে ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ। কাজেই ফের পুরনো সময়ে ফিরছে রেল পরিষেবা। আগের সূচি মেনে রাত ১২ টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। কাজেই হাফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা।  

করোনার তৃতীয় ধাক্কার জেরে রাজ্যের জারি করা নিয়ন্ত্রণ বিধি অনুসারে রাত ১০ টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করত। কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই, বিধি শিথিল হতেই রেলের পক্ষ থেকে রাত ১২ টা পর্যন্ত ট্রেন চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তবে, নিয়ন্ত্রণ বিধি মেনে ভোর ৫ টা তেই প্রথম ট্রেন ছাড়বে। রেলের এই পদক্ষেপে বহু নিত্যযাত্রী উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, লকডাউনের পর ফের দুরপাল্লার ট্রেন চলাচল চালু হলেও রান্না করা খাবারের পরিষেবা মিলছিল না ওইসব ট্রেনে। তবে, পরে ‘রেডু টু ইট’ খাবার পরিষেবা চালু হয়। কিন্তু সংক্রমণের হার কমতেই গত সোমবার থেকে সব ট্রেনেই রান্না করা খাবার পরিষেবা চালু হয়েছে। থাকছে ‘রেডু টু ইট’ খাবার পরিষেবাও।