শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পাঞ্জাবে সহকর্মীর বেপরোয়া গুলিতে হত বাংলার জওয়ান! ছেলেকে শেষবিদায় জানাতে অপেক্ষায় বাবা-মা

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৮:০৫ পিএম | আপডেট: জুন ২৯, ২০২২, ০২:২০ এএম

পাঞ্জাবে সহকর্মীর বেপরোয়া গুলিতে হত বাংলার জওয়ান! ছেলেকে শেষবিদায় জানাতে অপেক্ষায় বাবা-মা
পাঞ্জাবে সহকর্মীর বেপরোয়া গুলিতে হত বাংলার জওয়ান! ছেলেকে শেষবিদায় জানাতে অপেক্ষায় বাবা-মা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পাঞ্জাবের পাঠানকোটের মীরথল এলাকায় সেনা ছাউনিতে সতীর্থের গুলিতে নিহত হয়েছেন দুই জওয়ান। এদের মধ্যে একজন বাংলার। মৃতের নাম গৌরীশঙ্কর হাটি। হুগলির আরামবাগের নির্ভয়পুরের বাসিন্দা ছিলেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। 

নিহত জওয়ানের পরিবারে রয়েছে স্ত্রী প্রিয়াঙ্কা হাটি, বাবা-মা, ১০ বছরের ছেলে এবং ১ বছরের শিশুকন্যা। জানা গিয়েছে স্ত্রী ও পুত্র-কন্যা সেনা কোয়ার্টারেই থাকতেন। আর আরামবাগের গ্রামের বাড়িতে থাকেন বাবা-মা। মৃত জওয়ান গৌরীশঙ্কর ১৮ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনায় যোগ দেওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নকে সফল করতে মাধ্যমিকের পর থেকেই চেষ্টা শুরু করেন। শেষে ২০০৪ সালে মাত্র ১৮ বছর বয়সে সেনায় যোগ দেন। 

পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, রবিবার সেনা কোয়ার্টার থেকে বেরিয়ে রাত আড়াইটে নাগাদ ডিউটি করছিলেন সেনা ব্যারাকে। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তাঁদের মধ্যে লোকেশ বলে এক জওয়ান আচমকাই গুলি চালায় তাঁদের উপর। গুলি লাগে গৌরীশঙ্কর-সহ আরও এক জন জওয়ানের। দ্রুত রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ তাঁদের উদ্ধার করে পাঠানকোটের সেনা হাসপাতলে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসকরা ওই দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, গুলি চালানোর পরই সেখান থেকে পালিয়ে যায় লোকেশ। পড়ে অবশ্য পাঞ্জাব পুলিশ গ্রেফতার করে লোকেশকে। 

এদিকে, মঙ্গলবার এই খবরে নিহত জওয়ান গৌরীশঙ্করের বাড়িতে শোকের শায়া। এই ঘটনায় শোকে ভেঙে পড়েছেন মৃত জওয়ানের পরিবার। বুধবার নিহত গৌরীশঙ্কর হাটির দেহ আরামবাগের বাড়িতে এসে পৌঁছানোর কথা। এলাকাতেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।