শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! একই বাইকে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৪ যুবকের

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১২:১৪ পিএম | আপডেট: মার্চ ১৪, ২০২২, ০৭:০০ পিএম

মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! একই বাইকে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৪ যুবকের
মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! একই বাইকে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৪ যুবকের / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। রাতের দিকে একই বাইকে চার যুবকের ফেরার সময় দুর্ঘটনা ঘটে। এদিকে, এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

পুলিশ জানিয়েছে, মৃত যুবকদের নাম দীপ বাগদি, কল্যাণ বয়েন, রনিত মাঝি এবং বিদ্যুৎ বাগদি। এদের বয়স যথাক্রমে ২৪, ২০, ১৯ এবং ২৩ বছর। এই চারজনের মধ্যে দীপ এবং কল্যাণ বেলেগ্রামের বাসিন্দা। আবার কীর্ণাহারের বাসিন্দা রনিত মাঝি। আর বিদ্যুৎ বাগদি তালোয়া গ্রামের বাসিন্দা। একটি বাইকে এই চারজন একসঙ্গে ফিরছিলেন বলেই জানা গিয়েছে। মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি একটি কালভার্টে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে বলেই খবর। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কীর্ণাহারের বাসিন্দা রনিত মাঝি বেলগ্রামে মামারবাড়িতে এসেছিলেন। রবিবার রাতে বেলগ্রামের বাসিন্দা দীপ বাগদি ও কল্যাণ বয়েনের সঙ্গে যাত্রা শুনতে পাশের গ্রাম, মড্ডায় গিয়েছিলেন রণিত ও বিদ্যুৎ। পরে একটি মোটরবাইকে করে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে। এর জেরে মৃত্যু হয় ওই চারজনের। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ বাগদি এবং কল্যাণ বয়েনের। পাশাপাশি গুরুতর আহত হন রনিত মাঝি এবং বিদ্যুৎ বাগদি। প্রথমে স্থানীয়রাই উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বড়ঞা থানার পুলিশ। গুরুতর আহত রনিত মাঝি ও বিদ্যুৎ বাগদিকেও উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতলে নেওয়া হলেও, পথেই তাঁদেরও মৃত্যু হয় বলেই খবর। পুলিশ ওই চারজনের দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতলে পাঠায়।

দিকে, এই ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে। বেপরোয়াভাবে মোটরবাইক চালানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, ট্রাফিক নিয়ম উপেক্ষা করেই ওই চারজন বাইকে করে ফিরছিলেন। চারজনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। পাশাপাশি পুলিশের অনুমান এই চারজন মদ্যপানও করেছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বড়ঞা থানার পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, বড়ঞা বিধানসভা বিধায়ক জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।