শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তৎপর রেল! বন্দে ভারতের সুরক্ষায় নজির বিহীন পদক্ষেপ, বিশেষ উদ্যোগ GRP-র

মৌসুমী

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৬:১২ পিএম | আপডেট: জানুয়ারি ৫, ২০২৩, ১২:১২ এএম

তৎপর রেল! বন্দে ভারতের সুরক্ষায় নজির বিহীন পদক্ষেপ, বিশেষ উদ্যোগ GRP-র
তৎপর রেল! বন্দে ভারতের সুরক্ষায় নজির বিহীন পদক্ষেপ, বিশেষ উদ্যোগ GRP-র

পরপর দুদিন হামলা হয়েছে,  বন্দে  ভারত এক্সপ্রেস এর উপর। তাই এবার এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতন হল রেল পুলিশ। নেওয়া হলো বিশেষ উদ্যোগ। যাত্রী সুরক্ষায় বিশেষ whatsapp গ্রুপ বানালো জিআরপি।

জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস এবং তার যাত্রীদের  সুরক্ষার জন্য বিশেষ whatsapp গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপ তৈরি করেছে জিআরপি। হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস একটি করে স্টেশন পার করলেই সেই স্টেশনের জিআরপির আইসি ওসি এবং অফিসাররা সেই ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য whatsapp-এ পেয়ে যাবেন। এছাড়াও আরপিএফ কর্মীদের পাশাপাশি এবার থেকে ট্রেনে জিআরপির অফিসার এবং কনস্টেবলরাও থাকবেন।

এই প্রসঙ্গে উত্তরবঙ্গের জিআরপি পুলিশ সুপারিনটেনডেন্ট এস সেলবা মুরুগণ বলেন, "দুটি আক্রমণের ঘটনা ঘটেছে। মালদা ও এনজেপিতে দুটি ঘটনা ঘটেছে। আমরা তদন্ত চালাচ্ছি। আরপিএফও তদন্ত করছে, আমরা তাদের সাহায্য করব। নজরদারির জন্য আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রপ তৈরি করা হয়েছে। জিআরপির জন্য এই গ্রুপ তৈরি করা হয়েছে। স্থানীয় পুলিশের সাহায্যও নেওয়া হচ্ছে। আশা করি এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না।" তিনি আরো জানান, "কেন হামলা করা হয়েছে, তা আমরা এখনই বলতে পারছি না। গ্রেফতার করা হলে জেরা করেই হামলার আসল কারণ জানা যাবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।"

প্রসঙ্গত, সোমবারের পর গতকাল মঙ্গলবার ফের হামলা হয় বন্দে ভারতে। এক হামলার রেশ কাটতে না কাটতেই ফের হামলা হয়। এবার হামলার জেরে ভাঙে জানলার কাঁচ। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ, যখন ট্রেনটি এনজিপির দিকে যাচ্ছিল, স্টেশনে ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫.৫৭ নাগাদ দেখা যায় সি৩ ও সি৬ কোচের জানলায় পাথর ছোড়ার দাগ। দাগ দেখে স্পষ্ট, বাইরে থেকে ট্রেনের কামরার জানলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল।