শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

১০ দর্শনার্থীর মৃত্যুতে কঠোর প্রশাসন! ডিজে নিয়ে জল্পেশ যাওয়ায় নিষেধাজ্ঞা

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ১১:০২ এএম | আপডেট: আগস্ট ২, ২০২২, ০৫:১০ পিএম

১০ দর্শনার্থীর মৃত্যুতে কঠোর প্রশাসন! ডিজে নিয়ে জল্পেশ যাওয়ায় নিষেধাজ্ঞা
১০ দর্শনার্থীর মৃত্যুতে কঠোর প্রশাসন! ডিজে নিয়ে জল্পেশ যাওয়ায় নিষেধাজ্ঞা / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় ১০ দর্শনার্থীর মৃত্যু হয়। জল্পেশের শিবমন্দিরে যাওয়ার পথে চ্যাংরাবান্ধায় গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। জানা যায়, ডিজে বাজিয়ে জেনারেটর নিয়ে যাচ্ছিল পুণ্যার্থীবোঝাই সেই গাড়ি। কিন্তু পথে শর্ট সার্কিটে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। 

এই ঘটনার পরই জল্পেশ মন্দিরে ডিজে নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হল জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। সোমবার জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানেই তিনি জানান যে, ‘শ্রাবণ মাসে আরও দু’ সপ্তাহ বাকি। আমরা সব ট্র্যাফিক ও থানাকে নির্দেশ দিয়েছি ডিজের উপর নজর রাখতে। ডিজে ব্যবহার করতে পারবেন না। ডিজে ব্যবহারের ক্ষেত্রে অনুমতি নিতে হয়।

রবিবার কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় ১৮ জন পুণ্যার্থী একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের দিকে যাচ্ছিলেন। চ্যাংরাবান্ধার ধরলা সেতুর কাছে জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয় বলেই দাবি করেছেন গাড়িতে থাকা পুণ্যার্থীরা। এর জেরেই ১০ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতদের বাড়ি শীতলকুচিতে। ৬ জনকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি। 

এই ঘটনার পরই প্রত্যেক থানা এবং ট্রাফিক পুলিশকে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে গাড়িতে ডিজে মাইক ব্যবহার বন্ধ করতে বলে নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, শ্রাবণ মাস শেষ হতে আরও দুই সপ্তাহ বাকি। এই ২ সপ্তাহ জল্পেশ আসা প্রত্যেক পূর্নার্থীদের গাড়ির উপর কড়া নজরদারি চালাবে পুলিশ। ডিজে মাইক ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে ওভারলোডিং রুখতেও নজরদারি চালাবে পুলিশ, এমনটাও জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত।