শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কেষ্ট-কন্যার রাইস মিলে একাধিক গাড়ি! চালের বদলে গাড়ি উৎপাদন হয়, কটাক্ষ লকেটের

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০১:৩২ পিএম | আপডেট: আগস্ট ১৯, ২০২২, ০৭:৪২ পিএম

কেষ্ট-কন্যার রাইস মিলে একাধিক গাড়ি! চালের বদলে গাড়ি উৎপাদন হয়, কটাক্ষ লকেটের
কেষ্ট-কন্যার রাইস মিলে একাধিক গাড়ি! চালের বদলে গাড়ি উৎপাদন হয়, কটাক্ষ লকেটের

নিজস্ব প্রতিবেদন, বর্ধমানঃ এদিন সকালে বোলপুরে অনুব্রত মণ্ডলের ভোলে ব্যোম রাইস মিলে সিবিআই-এর তদন্তকারী আধিকারিকেরা হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি দামি বিলাসবহুল গাড়ির সন্ধান পান তদন্তকারীরা। এই প্রসঙ্গে আজ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায় কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে রাইসমিলে চাল উৎপাদনের বদলে গাড়ি উৎপাদন হয়। এমনই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়

সিবিআই সূত্রের দাবি, রাইস মিলে অনুব্রতর মেয়ে, স্ত্রী-র অংশীদারিত্ব রয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে জে, এই রাইস মিলে প্রায়শই আসতেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। হিসেবের খাতাপত্র দেখতেন। আজ এই রাইস মিলে মোট ৫ টি গাড়ি পাওয়া গিয়েছে। এর মধ্যে আবার একটি গাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো। এখন প্রশ্ন এইসব গাড়ির মালিক কে? এর গাড়িগুলির মালিকানা কি অনুব্রত মণ্ডলের নামে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন এই মুহূর্তে সিবিআই-এর আধিকারিকরা।

উল্লেখ্য, অনুব্রত এবং তাঁর কন্যার নামে থাকা এই রাইস মিলের গেটের সামনে এদিন সকালে সিবিআই-এর আধিকারিকরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। তাঁদের ঢুকতে প্রথমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চল্লিশ মিনিট বাইরে অপেক্ষা করার পর তাঁরা ভিতরে ঢুকতে পারেন।

এদিকে, আজ বর্ধমান সদর জেলা কার্যালয়ের দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়। বৈঠক শেষে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের রাইস মিলে বিলাসবহুল একাধিক গাড়ি উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপি নেত্রী।

এই ঘটনা প্রসঙ্গে লকেট বলেন, ‘এই রাজ্যে ফ্ল্যাটে কোটি কোটি টাকা মেলে,রাইসমিলের ভিতরে গাড়ি উদ্ধার হয়। তাই বাংলার মানুষ হিসেবে নিজেদের লজ্জা হয়।এই সব গাড়ি করেই বিভিন্ন জায়গায় জিনিস পাচার হত।অপকর্ম করা হত।এখন তার প্রমাণ মিলছে।অন্যদিকে বিজেপি নেতাদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধি নিয়ে তিনি বলেন এসব প্রতিহিংসা।নিজেদের অপকর্ম ঢাকতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমরা প্রস্তুত তদন্তের মুখোমুখি হতে।’

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে ধারণা হয়েছে রাজনৈতিক নেতারা দুর্নীতিগ্রস্ত। তাই আমরা চাই তদন্তের সামনে দাঁড়াতে। কিন্তু যারা অভিযোগ করছে, তারাই তো দুর্নীতিতে ঢেকে গেছে।’