বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ এক চোখ বিশিষ্ট, নাক বিহীন বাছুর কখনও দেখেছেন? না দেখাই স্বাভাবিক। কিন্তু এবার এমনই এক বিরল দৃশ্য দেখা গেল খোদ রাজ্যের বুকে। সদ্য জন্মানো একটি বাছুরের কোনও নাক নেই। দুটি চোখের জায়গায় রয়েছে একটি চোখ। এমন বাছুরের দর্শন পেতে ভিড় জমিয়েছে কাতারে কাতারে লোক। কিন্তু কোথায় দেখা গিয়েছে এই অতি বিরল দৃশ্য?
জানা গিয়েছে, নদিয়ার নবদ্বীপের অন্তর্গত প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় এক চোখ বিশিষ্ট এমন এক বাছুরের জন্ম হয়েছে যার কোনও নাক নেই। এমন নজিরবিহীন ঘটনা সচরাচর দেখা যায় না। স্বাভাবিকভাবে ঘটনাটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহের কমতি নেই। বাছুরটিকে দেখতে উৎসাহী মানুষজন ভিড় জমাতে থাকেন এলাকায়।
সূত্রের খবর, নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গান্ধী ঘোষ বহুদিন যাবৎ গরু লালন পালন করেন। এদিন তাঁর পালিত একটি গর্ভবতী গরু প্রতাপনগর হাসপাতাল চত্বর এলাকার একটি ফাঁকা জায়গায় বাঁধা ছিল। সময় হঠাৎই গরুটি একটি বাছুর প্রসব করে। এরপর স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন তার কপালে একটি মাত্র চোখ রয়েছে। এছাড়াও তার কোনও নাক নেই। তা সত্ত্বেও সদ্যোজাত বাছুরটির নিঃশ্বাস-প্রশ্বাস চলছে।
এমন ঘটনা দেখে সাময়িকভাবে হতভম্ব হয়ে যান এলাকার প্রত্যক্ষদর্শীরা। খবরটি ছড়িয়ে পড়তেই বাছুরটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন উৎসাহী মানুষজন। এই প্রসঙ্গে গরুটির মালিক গান্ধী ঘোষ জানিয়েছেন, দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি গরু লালন পালন করছেন। কিন্তু এমন নজিরবিহীন ঘটনা আগে কখনও দেখেননি। স্বাভাবিকভাবেই এই ঘটনা অবাক করেছে তাঁকে।
আপনার মতামত লিখুন :