সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! নজরে দার্জিলিংয়ের পঞ্চায়েত নির্বাচন

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৫:২২ পিএম | আপডেট: মার্চ ২১, ২০২২, ১১:২২ পিএম

পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! নজরে দার্জিলিংয়ের পঞ্চায়েত নির্বাচন
পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! নজরে দার্জিলিংয়ের পঞ্চায়েত নির্বাচন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পুরভোট সমাধা হওয়ার পর ফের একবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২৭ তারিখ ৫ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। 

উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিংয়েও যাবেন তিনি। এবার দার্জিলিং-এর পঞ্চায়েত নির্বাচন করাতে চান মুখ্যমন্ত্রী। তাঁর এবারের এই উত্তরবঙ্গ সফরে এই বিষয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এবার শিলিগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেস দখল করলেও দার্জিলিংয়ের পুরসভা নির্বাচনে জয়ী হয়েছে হামারো পার্টি। তাঁদের স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। এছাড়া পুরবোর্ড গঠন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ-এর নির্বাচন নিয়ে প্রস্তুতিও চূড়ান্ত করতে চান। কারণ, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন আগে যে, তিনি দ্রুত জিটিএ নির্বাচন করাতে চান। পাশাপাশি মুখ্যমন্ত্রী দার্জিলিং-এ পঞ্চায়েত নির্বাচন করাতে চান বলেও জানিয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন যে, পঞ্চায়তের বহু প্রকল্প রয়েছে। ভোট না হওয়ার জন্য সেখানকার মানুষ সেইসব প্রকল্পের সুবিধা ভোগ করতে পাচ্ছেন না। 

এদিকে, নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, আগামী ২৭ মার্চ কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই দার্জিলিংয়ে যেতে পারেন। সেখানে কাজ শেষ করে তিনি ফিরবেন উত্তরকন্যায়। ৩১ মার্চ মুখ্যমন্ত্রী থাকবেন উত্তরকন্যায়। এরপর তিনি ১ এপ্রিল কলকাতায় ফিরবেন। এই পাঁচদিনের সফরের অধিকাংশটা জুড়েই থাকবে পাহাড়ের উন্নয়নের বিষয়। উত্তরবঙ্গের জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। সেইসব প্রকল্পগুলি সেখানে কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হওয়ার সম্ভবনা রয়েছে।