মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মালবাজারে হরপা বানে আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্র-রাজ্যের

মৌসুমী

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০১:৩১ পিএম | আপডেট: অক্টোবর ৬, ২০২২, ০৭:৩১ পিএম

মালবাজারে হরপা বানে আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্র-রাজ্যের
মালবাজারে হরপা বানে আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্র-রাজ্যের

মালবাজারের হড়পাবানে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট, আহত একাধিক। এবার এই দুর্ঘটনায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য ও কেন্দ্র। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইট করে গোটা ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি জানিয়েছেন, "দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানে বিপর্যয় হয়েছে। আর জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জনের চিকিৎসা চলছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।" এরপরে আরো দুটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

পরের টুইট দুটিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্ড চালাচ্ছে পুলিশ সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয় যুবকদের সাহায্যে এখনো পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে"। এরপরেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, "মৃতদের পরিবারকে দু লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে"। পাশাপাশি রাজ্যের তরফে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সে বিষয়টিও উল্লেখ করেছেন নিজের টুইটে। মালবাজারে বিপর্যয়ে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। নম্বরগুলি হল, ০৩৫৬১২৩০৭৮০ ও ৯০৭৩৯৩৬৮১৫। এই কঠিন সময়ে সকলকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, "জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের সময় যে দুটি দুর্ঘটনা ঘটেছে তাতে আমি ক্ষুব্ধ। এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" এরপরে প্রধানমন্ত্রীও মৃতদের পরিবারকে দু লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন।