শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

‘সকলে ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন’, বিজেপির নবান্ন অভিযান নিয়ে সুকান্তর মন্তব্যে তুমুল বিতর্ক

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৪:২৫ পিএম | আপডেট: আগস্ট ১৬, ২০২২, ১০:২৫ পিএম

‘সকলে ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন’, বিজেপির নবান্ন অভিযান নিয়ে সুকান্তর মন্তব্যে তুমুল বিতর্ক
‘সকলে ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন’, বিজেপির নবান্ন অভিযান নিয়ে সুকান্তর মন্তব্যে তুমুল বিতর্ক

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ বারাসাতে বাইক মিছিল করে রাজ্য বিজেপি। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই বাইক মিছিলে বাইক চালাতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকে। এরপরই জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখান থেকেই তিনি দলীয় কর্মী-সমর্থকদের মিছিলে যোগ দেওয়ার ডাক দেন। এই প্রসঙ্গেই বলতে গিয়ে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘চোর নেতারা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে। তার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে। সকলে ঝান্ডা নেবেন, ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন। ডান্ডা-ঝান্ডা নিয়ে নবান্ন অভিযান করব আমরা।’

এদিন সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই ধরনের মন্তব্য হিংসায় প্ররোচনা দিচ্ছে। এদিকে, এই মন্তব্যের পর পরিস্থিতি সামাল দিতে সাংবাদিকদের সামনে খোদ সুকান্ত মজুমদার নিজেই তাঁর বক্তব্যের সমর্থনে সাফাই দেন। তিনি বলেন, ‘নবান্ন অভিযানে দৌড়াদৌড়ি করতে হয়। তৃণমূল কংগ্রেসের বিশেষ বাহিনী যদি আটকানোর চেষ্টা করে, তাহলে তাকে রুখে দেওয়া জন্য বিজেপি পথে নামবে। আর নবান্ন অভিযানে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়বে, জলকামান চালাবে, আমাদের পতাকা শক্ত করে উপরে দিকে তুলে ধরতে হবে, সেই জন্য ডান্ডা লাগাতে হবে, না হলে তো পতাকা থাকবে না। তাই বললাম।’

উল্লেখ্য, রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এবং রাজ্যে একের পর এক বেনিয়মের অভিযোগ উঠছে। এরই প্রতিবাদে আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই অভিযানের আগে প্রত্যেক জেলায় চলবে আসন্ন নবান্ন অভিযানের প্রচার কর্মসূচি। এদিন দলীয় কর্মীদের উদ্দেশে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘হিংসার পালটা হিংসায় ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি সংবিধানকে বিশ্বাস করে। সংবিধান বলছে, আমাদের উপর যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে আমার আত্মরক্ষার অধিকার আছে। আমাকে যদি কেউ গুলি করতে আসে তাহলে আমার আত্মরক্ষার অধিকার আছে। ভারতীয় সংবিধানের এই অধিকারকে আমরা প্রয়োগ করব।’

মঙ্গলবার মধ্যমগ্রাম দোলতলা থেকে বিশাল বাইক মিছিলে নেতৃত্ব দেন সুকান্ত মজুমদার। এদিন শতাধিক বাইক নিয়ে মধ্যমগ্রাম দোলতলা থেকে বারাসাত কলোনিমোড় মিলনি মাঠ প্রাঙ্গণে পৌঁছায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকেরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষ এখন এই সরকারের উপর বীতশ্রদ্ধ। মানুষ চাইছে না এই সরকার আর থাকুক। এই সরকার শুধুমাত্র পুলিশের জোরে টিকে আছে।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘সরকারের নীতির যে কেউ সমালোচনা করতে পারেন। ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে।’

রাজ্য সরকারের নেতা-মন্ত্রী বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। একাধিক অনিয়মের অভিযোগও উঠেছে সাপ্রতিকে। যার বিরুদ্ধে বিজেপি থেকে শুরু করে বাম, কংগ্রেসও প্রতিবাদে সামিল হয়েছে। এবার বিজেপি নিজেদের শক্তি দেখানোর উদ্দেশ্যেই ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।