বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনায় আক্রান্ত হলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার আসানসোলের সিবিআই আদালতে এদিন বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গরু পাচার মামলায় এদিন শুরু থেকেই টান টান উত্তেজনা ছিল। এদিন আদালতে উভয়পক্ষে যুক্তি শোনার পর, বিচারক অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
আসানসোল জেলেই রাখা হবে তাঁকে। এদিন জেলে নিয়ে যাওয়ার আগে নিয়ম মোতাবেক অনুব্রত মণ্ডলের কোভিডের র্যাপিড টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্টেই আসে যে, করোনায় আক্রান্ত হয়েছেন অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জেল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে সেলে আইসোলেশনে রাখা হবে। তাঁর শোয়ার জন্য একটি চৌকি দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে একটি টেবিল ফ্যান। প্রেসিডেন্সি জেলে প্রথম দিকে পার্থ চট্টোপাধ্যায়কে মাটিতে শোয়ার ব্যবস্থা করেছিল জেল কর্তৃপক্ষ। পরে পার্থ চট্টোপাধ্যায়ের অনুরোধে সারা দিয়ে তাঁকে খাট দেওয়া হয়েছিল। কারণ মাটিতে কম্বল বিছিয়ে শুতে পারছিলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এদিকে, কেষ্টকে শুরু থেকেই জেলে খাট দেওয়া হচ্ছে।
এদিন নিজাম প্যালেস থেকে আসানসোলে সিবিআই-এর আদালতে যাওয়া পর্যন্ত বেশ খোশমেজাজেই ছিলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত। এদিন তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, শরীর কেমন আছে? জবাবে তিনি বলেছিলেন অনেকটাই ভাল আছেন তিনি। অনেকেই মনে করছেন, অনুব্রতর এদিনের শরীরী ভাষা দেখে মনে হয়েছে, তিনি উপসর্গহীন কোভিড পজিটিভ। কিন্তু তারপরেও বাড়তি সতর্কতা হিসেবে তাঁকে সেলেই আইসোলেশনে রাখবে জেল কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :