শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

‘ভোট শান্তিপূর্ণ, বিকেল পাঁচটার পর হকি খেলা হবে’! ভোট দিয়ে বললেন অনুব্রত মণ্ডল

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৩:৪৩ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১০:২৯ পিএম

‘ভোট শান্তিপূর্ণ, বিকেল পাঁচটার পর হকি খেলা হবে’! ভোট দিয়ে বললেন অনুব্রত মণ্ডল
‘ভোট শান্তিপূর্ণ, বিকেল পাঁচটার পর হকি খেলা হবে’! ভোট দিয়ে বললেন অনুব্রত মণ্ডল

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির খবরও এসেছে। এদিকে, এদিন অসুস্থ শরীরেই ভোট দিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 

বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ভোটার অনুব্রত মণ্ডল। এদিন একটু বেলার দিকে বাইকে সওয়ার হয়ে ভোট দিতে যান অনুব্রত মণ্ডল। ভোট দিয়েই তিনি জানান যে, তাঁর শরীর আগের থেকে অনেকটাই ভালো। পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। গোটা রাজ্যের মতোই বীরভূমেও শান্তিপূর্ণভাবেই ভোটদান প্রক্রিয়া চলছে। এদিন তিনি মানুষকে তাঁদের ভোটাধিকার দেওয়ার জন্যও আহ্বান জানান। 

এদিন ভোট দিয়েই তিনি বলেন, ‘ভোট শান্তিপূর্ণ। বীরভূম-সহ গোটা বাংলায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে।‍‍` এখানেই শেষ নয়। এর পাশাপাশি হুমকির সুরে বলেন যে, ‘বিকেল ৫ টার পর হকি খেলা হবে।’  আবার এদিন ভোট দিয়ে অনুব্রত মণ্ডল খারিজ করে দিয়েছেন, গুণ্ডা দিয়ে ভোট করানোর বিরোধীদের অভিযোগ। বিরোধীদের নিজের অভিযোগের স্বপক্ষে প্রমাণ দেখাতেও বলেছেন তিনি।

অনুব্রত মণ্ডল পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠান করেছিলেন। এর আগে নকুলদানা থেকে শুরু করে পাচন দাওয়াই দিয়েছিলেন অনুব্রত।  এদিকে, ২০২১ এ বাংলায় মুখে মুখে ছিল ‘খেলা হবে’ স্লোগান। সেই স্লোগান বাংলায় রাতারাতি বিখ্যাত হয়েছে। এই ট্রেন্ড বজায় রেখে এবার অনুব্রত মণ্ডল বললেন, ‘বিকেলের পর হকি খেলা হবে।’ 

পুরভোটের দিন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন পুরভোট প্রসঙ্গে বিরোধীদের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘বিজেপির কোথায় প্রার্থী দিয়েছে দেখতে হবে। বাজে কথা বলছে অর্জুন সিং। শিশির অধিকারীর বয়স হয়ে গিয়েছে। আর দিলীপ ঘোষ ঘরে বসে রাজনীতি করে, সংগঠন নেই।’ এর সঙ্গে তিনি দাবি করেছেন যে, ‘১০৮ টাই জিতব। মা-মানুষের উন্নয়নের কল্যাণে জিতব।’

প্রসঙ্গত উল্লেখ্য, অসুস্থতার কারণে ২৫ ফেব্রুয়ারি গরুপাচার কাণ্ডে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব করা হলেও, তিনি তা এড়িয়ে যান। বোলপুর বা তার আশেপাশের কোনও জায়গায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুরোধ করেছেন তাঁর আইনজীবী।