বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আনিসকাণ্ডে নয়া মোড়! অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৯:৪৯ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৪:০৯ এএম

আনিসকাণ্ডে নয়া মোড়! অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে
আনিসকাণ্ডে নয়া মোড়! অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আনিস হত্যাকাণ্ডে নয়া মোড়! হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারির পর এবার অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছে ওসিকে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হচ্ছে। 

এদিকে, দেবব্রত চক্রবর্তীর জায়গায় দায়িত্বে আনা হল কিঙ্কর মণ্ডলকে। স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন কিঙ্কর মণ্ডল। আমতা থানার অসির বিরুদ্ধে এদিন সরব হয়েছিলেন গ্রেফতার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। এদিন আদালতে যাওয়ার আগে, ধৃত দুজনের  স্পষ্ট বক্তব্য ছিল তাদের ফাঁসানো হচ্ছে। এর সঙ্গে গোটা ঘটনাটি আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী জানতেন বলেও দাবি ধৃতদের। তারা জানিয়েছেন, ‘আমরা সম্পূর্ণ নির্দোষ। আমাদের বলির পাঁঠা করা হচ্ছে। আমাদের থানা থেকেই পাঠানো হয়েছিল। অসির অর্ডার ছিল আমাদের কাছে। ওসি সব জানে।’ এখানেই শেষ নয়, ওসির বিরুদ্ধে নির্দেশ দেওয়ার অভিযোগ করেন তাঁরা। 

এদিকে, এই দুইজনের মন্তব্যে নতুন করে আনিস হত্যাকাণ্ডে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নতুন করে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয় মৃত ছাত্রনেতার পরিবার। তাঁরা আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ কেন করা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার দুপুরে নবান্ন থেকে আনিস হত্যাকাণ্ডে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সন্ধেবেলা এই একই প্রসঙ্গে জানান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি ধৃতদের পরিচয় প্রকাশ করেন। এই দুইজনকে ভবানী ভবনে নিয়ে লাগাতার জেরা করা হয়। পরে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে ভবানী ভবনে তলব করা হয়। 

এদিকে, এই দুইজনের মন্তব্যে নতুন করে আনিস হত্যাকাণ্ডে উত্তেজনার সৃষ্টি হয়। নতুন করে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছে মৃত ছাত্রনেতার পরিবার। তাঁরা আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ কেন করা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তাঁরা।

উল্লেখ্য, গতকাল আনিস হত্যাকাণ্ডে এই দুইজনকে গ্রেফতার করা হলেও, বিরোধী শিবির এবং আনিসের পরিবার এতে মোটেও সন্তুষ্ট নয়, তাঁরা এখনও সিবিআই তদন্তের দাবিতেই অনড়। তাঁদের বক্তব্য, যেখানে খোদ পুলিশই অভিযুক্ত, সেখানে তাঁকে দিয়ে কখনও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। 

আনিসের পরিবারও বারবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। আনিসের বাবার স্পষ্ট বক্তব্য সিটের তদন্তের উপর তাঁদের কোনও আস্থা নেই। এমনকি তিনি ধৃত দুইজনকে চিন্তেও অস্বীকার করেছেন। এমনকি সিটের তদন্তকারীরা আনিসের পরিবারের কাছে আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি চাইলেও, সেই অনুমতি দেননি তাঁরা। আনিসের বাবার বক্তব্য সিবিআই তদন্ত শুরু হলে, তাঁদেরকেই দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি দেবেন তাঁরা।

অন্যদিকে, আজ কলকাতা হাইকোর্ট আমতার ছাত্রনেতা আনিসকাণ্ডের তদন্তে আপাতত রাজ্য সরকারের তৈরি SIT-এর উপরই আস্থা রেখেছে। পাশাপাশি ২ সপ্তাহের মধ্যেই সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, টিআই প্যারেডের সময় তদন্তে সহযোগিতা করার কোথাও বলা হয়েছে। জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টিআই প্যারেড হবে। এছাড়াও ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন জেলা বিচারক। এমনটাই জানানো হয়েছে কোর্টের পক্ষ থেকে।