শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

রাজ্য পুলিশ দিয়েই কি ১০৮টি পুরসভার নির্বাচন? আজ সর্বদলীয় বৈঠকে কমিশন

মৌসুমী বসাক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৯:৪৪ এএম | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:১৪ এএম

রাজ্য পুলিশ দিয়েই কি ১০৮টি পুরসভার নির্বাচন? আজ সর্বদলীয় বৈঠকে কমিশন
রাজ্য পুলিশ দিয়েই কি ১০৮টি পুরসভার নির্বাচন? আজ সর্বদলীয় বৈঠকে কমিশন

কলকাতা পুরসভার ভোট রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে তা নিয়ে দ্বন্দ্ব বেঁধেছিল শাসক বিরোধী দলের মধ্যে। সেই দ্বন্দ্বের যাতে পুনরাবৃত্তি না হয় সে কারণে বাকি ১০৮ টি পুরসভার ভোট রাজ্য পুলিশ দিয়ে হবে বলেই আগেভাগে জানিয়ে দিলো নির্বাচন কমিশন।

 

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের চার পুরসভা অর্থাৎ আসানসোল, শিলিগুড়ি,বিধাননগর এবং চন্দননগরে ভোট রয়েছে ১২ ফেব্রুয়ারি। এরপরেই ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভার ভোট করাতে চায় কমিশন। এই নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সকাল ১১টায় সেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে।

 

অন্যদিকে, এদিন যত পুরসভার ভোট রয়েছে তার চূড়ান্ত দিনক্ষণের আগে ফের একবার সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আজ বিকেল চারটের সময় রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরে সেই সর্বদলীয় বৈঠক রয়েছে। মূলত প্রত্যেকটি পুরসভার ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা, এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এ দিন।

 

এদিকে, আলিপুরদুয়ার জেলার দুই পুরসভা ফালাকাটা ও আলিপুরদুয়ারে কবে ভোট হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন।রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির আগেই আলিপুরদয়ারে পুরভোটের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ্যে আসা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে সরব বিরোধীরা।