শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়! ডাম্পারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

আত্রেয়ী সেন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৪:৩৪ পিএম | আপডেট: নভেম্বর ৯, ২০২২, ১০:৪৬ পিএম

অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়! ডাম্পারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়! ডাম্পারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আর নিমন্ত্রণ রক্ষা করা হল না। ডাম্পারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি একজন। বুধবারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উলুবেড়িয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুর্ঘটনার পর, রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। এর জেরে ব্যাপক যানজট তৈরি হয়। কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

জানা গিয়েছে, বুধবার সকালে দুই শিশু মা-বাবার সঙ্গে বাইকে করে বেরিয়েছিল এক নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য। যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম পাপিয়া মণ্ডল (২৪), প্রীতিশ মণ্ডল (২) এবং বিদিশা মণ্ডল বয়স ৬ বছর। সকাল সাড়ে এগারোটা নাগাদ উলুবেড়িয়ার মুম্বই রোডের নিমদিঘি মোড় পার হওয়ার সময়েই ঘটে দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হাই রোডে ওঠার মুখে বাইকের সামনে টোটো আর অটো দাঁড়িয়ে পড়ায় ব্রেক কষেন বাইক চালক দীপ মণ্ডল। সেই সময় কলকাতাগামী একটি ডাম্পার ধাক্কা দেয়। দীপ রাস্তার বাঁদিকে পড়ে যান। আর দীপের স্ত্রী এবং দুই সন্তান রাস্তার ডানদিকে, এরপর ডাম্পারটি তাঁদের উপর দিয়ে চলে যায়। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশু এবং তাঁদের মায়ের।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান। গুরুতর আহত দীপ মণ্ডলকে পাঠানো হয় উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে। দুর্ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। অনেকক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক ডাম্পারটির খোঁজ শুরু করেছে পুলিশ।