রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? কেমন থাকবে আজকের আবহাওয়া

By Bongnews24x7

Published On:

Follow Us

ফের ঊর্ধ্বমুখী বাংলার পারদ। ফেব্রুয়ারি মাসের শেষের দিক ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কেমন থাকবে আজকের আবহাওয়া (Ajker Abhawa), জানান দিচ্ছে গরম দরজায় কড়া নাড়ছে। তবে এ এক অদ্ভুত আবহাওয়া। সকালের দিকে গরম লাগলেও সন্ধ্যে নামতেই বেশ ঘা শিরশিরে ভাব। আর এই আবহাওয়াতে ঠান্ডা লাগার সম্ভাবনা এসব থেকে বেশি। ‌‌

কারণ দুদিন আগেই অকাল বৃষ্টিতে ভিজেছে বাংলা। এক ধাক্কায় নেমে গিয়েছিল পারদ। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। ‌ তবে দুর্যোগ কেটে রোদ উঠেছে। বেড়েছে তাপমাত্রা। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দুদিনে তাপমাত্রার পারদ পতন হবে। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা।

আকাশ পরিষ্কার হলেও বিপদ কিন্তু সম্পূর্ণ কাটেনি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ বৃষ্টিতে এখন‌ও ভিজতে পারে বাংলার বেশ কিছু জেলা। এখন‌ও বিপদের আশঙ্কা রয়েছে বাংলার বেশ কিছু জেলার মাথায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সোমবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, ঘন দুর্যোগ কাটলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now