উর্দ্ধমুখী পারদের মাঝেই ফের হবে পারদ পতন, বিদায়ের আগে ফের জাঁকিয়ে পড়বে শীত

By Bongnews24x7

Published On:

Follow Us

ফেব্রুয়ারির প্রায় শেষ, শীত যাকে বলে যাওয়ার মুখে দাঁড়িয়ে। এই মরশুমে সেই হাড় হিম করা ঠান্ডা একেবারেই অনুভূত হয়নি। বরং জানুয়ারিতে দিনের বেলায় বেশ গরমের অনুভুতি হয়েছে শহর কলকাতার মানুষদের।‌ একদিন একটু ঠান্ডা পড়লে আবার পরের দিনই অনুভূত হয়েছে গরম।

কিন্তু আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, বিদায়ের আগে শেষ ঝোড়ো ব্যাটিং করে যাবে শীত। অর্থাৎ লেপ কম্বল যদি ঢুকিয়ে ফেলেন তাহলে তা আবার বের করতে হতে পারে। কারণ এক ধাক্কায় তাপমাত্রার পতন হতে পারে ৩ ডিগ্রি। শুধু তাই নয় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সকালের দিকে মুখ ভার থাকছে আকাশের, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলে জানা গেছে।‌

তবে উত্তরবঙ্গে শীত ফেরার সম্ভাবনা থাকলেও,
শহর কলকাতায় আর শীতের আমেজ ফিরবে না। শহর থেকে একেবারেই বিদায় নিয়েছে শীত। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now