উধাও ঠান্ডা! সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা, বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের এই ৬ জেলা

By Bongnews24x7

Published On:

Follow Us

সকাল থেকে প্রচন্ড হাওয়া, বেলা বাড়তেই গরম, আবার সন্ধ্যের দিকে একটু গা শীত শীত ভাব এটাই বর্তমানে বাংলার আবহাওয়া (Today Weather)। ফেব্রুয়ারি (February) মাসের অন্তিম সপ্তাহের মুখে দাঁড়িয়ে না ভীষণ গরম না তেমন ঠান্ডা। তবে এরই মধ্যে এবার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে।

শীত গরমের মাঝেই এবার এন্ট্রি নিতে চলেছে বৃষ্টি। চলতি সপ্তাহের বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বেশ জোড়ালো প্রভাব পড়তে পারে এই বৃষ্টিপাতের বাংলা জুড়ে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছটি জেলা ভিজবে বৃষ্টিতে। গত সপ্তাহে পারদ পতন ঘটেছিল শহর কলকাতার। বেশ অনেকটাই নেমে গিয়েছিল তাপমাত্রা। অনুভূত হচ্ছিল ঠান্ডা। তবে তারপরই বেড়েছে তাপমাত্রা। প্রায় সাড়ে ৪ টার ডিগ্রী বেশি রয়েছে কলকাতা শহরে তাপমাত্রা। চলতি সপ্তাহ থেকেই রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা।

আবহাওয়া দফতরের তরফে ছয় জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে‌। চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলা ভিজতে চলেছে বৃষ্টিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় হতে চলেছে ভারী বৃষ্টিপাত। বুধ ও বৃহস্পতিবারের সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও আবহাওয়া দফতর সূত্রে খবর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ‌ও। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now