শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঘন কুয়াশায় সপ্তাহ শুরু! কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:১০ এএম | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:৪০ এএম

ঘন কুয়াশায় সপ্তাহ শুরু! কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?
ঘন কুয়াশায় সপ্তাহ শুরু! কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? / প্রতীকী ছবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সপ্তাহ শুরু হল ঘন কুয়াশা ঘেরা সকাল দিয়ে। আকাশ মেঘলা থাকলেও, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকেই পরিষ্কার হবে আবহাওয়া। যদিও উপকূলে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে, মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। সেই সঙ্গে আকাশও পরিষ্কার হবে। বৃষ্টি হলেও নতুন করে তাপমাত্রা কমার সম্ভবনা নেই। 

এদিন সকাল থেকেই ছিল ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক পরিষ্কার হয়। তবে, শুধু কলকাতাই নয়, রাজ্যের বাকি জেলাতেও কুয়াশা ছিল। কুয়াশার কারণে ট্রেন থেকে বিমান উভয় পরিষেবা কিছুটা প্রভাব পড়েছে। কিছুটা হলেও পরিষেবায় ব্যাঘাত ঘটেছে।  পাশাপাশি কুয়াশার কারণে কিছু জায়গায় ফেরি পরিষেবা শুরুই করা যায়নি। 
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ।

অন্যদিকে, আজ উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।  যদিও হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টি হলেও, নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভবনা নেই।