শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

Today Weather: রেকর্ড হারে বাড়বে তাপমাত্রা! কেমন থাকবে আজকের আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৯:১০ এএম | আপডেট: মার্চ ৯, ২০২২, ০৩:৫৯ পিএম

Today Weather: রেকর্ড হারে বাড়বে তাপমাত্রা! কেমন থাকবে আজকের আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?
রেকর্ড হারে বাড়বে তাপমাত্রা! কেমন থাকবে আজকের আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ বাড়ছে তাপমাত্রা। শীত এখন বিদায় নিয়েছে। ভোরের দিকে হালকা ঠাণ্ডার আমেজ এখন আর তেমনভাবে অনুভূত হচ্ছে না রাজ্যের সর্বত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে তাপমাত্রা। রাজ্যের সব জেলাতেই বাড়ছে গরমের দাপট। ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বুধবার অর্থাৎ আজ রেকর্ড হারে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২১ ডিগ্রির কাছাকাছি।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত যাবে। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার কোনও তারতম্য ঘটবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। প্রতিদিনই একটু একটু করে বাড়বে তাপমাত্রা। চলতি মাসে তাপমাত্রা বাড়তে বাড়তে ৩৭ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। 

অন্যদিকে, হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বেশ কয়েকদিন রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বিশেষ তেমন কোনও পার্থক্য হবে না। বিগত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরের জেলাগুলিতেও। ভোরের বেলায় হালকা ঠাণ্ডার আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, এমন পরিস্থিতি বেশ কয়েকদিন বজায় থাকবে। রাজ্যে আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে। ঝড় বা বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস এই মুহূর্তে নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।