রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বাড়বে তাপমাত্রা! কবে থেকে জাঁকিয়ে শীত রাজ্যে? যা জানালো হাওয়া অফিস

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৮:৪৩ পিএম | আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ০২:৪৩ এএম

বাড়বে তাপমাত্রা! কবে থেকে জাঁকিয়ে শীত রাজ্যে? যা জানালো হাওয়া অফিস
বাড়বে তাপমাত্রা! কবে থেকে জাঁকিয়ে শীত রাজ্যে? যা জানালো হাওয়া অফিস

রাজ্যে কবে জাঁকিয়ে শীত পড়বে তাই নিয়ে, ইতিমধ্যেই কৌতূহলী হয়ে রয়েছে রাজ্যবাসী। তবে এ বিষয়ে খুব একটা আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বরং আগামী দু দিনে বাড়তে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নামার কোনরকম সম্ভাবনা নেই। অর্থাৎ যাকে শীত পড়ার সম্ভাবনা খুবই কম রাজ্যে। এদিকে আগামী দুদিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে বেশ কিছু জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার যেটা মেঘলা থাকছে আকাশ। শহরে বাড়ছে রাতের তাপমাত্রা। আগামী দুইদিন এই একই পরিস্থিতি থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।

তবে শুক্রবার থেকে ফের ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। তখন স্বাভাবিক হারেই নামতে থাকবে তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম দিক থেকেই ফের কমবে তাপমাত্রা। অর্থাৎ বছরের শেষ মাসে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খানিকটা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।