মাঝে খানিকটা শীত পড়লেও ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হয়েছিল রাজ্যে শীতের আমেজ। তবে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার শীতলতম দিন। সপ্তাহ শেষে আরও বাড়বে ঠান্ডা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। জেলার ক্ষেত্রে তাপমাত্রা আরও চার ডিগ্রি কম থাকবে।মরশুমে ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে নামে। আজ ১৫ ডিগ্রির নীচে নেমে এ মরসুমে এখনও পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে সকালের দিকে।জেলায় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিন কলকাতার আকাশ থাকবে মূলত পরিষ্কার। উত্তুরে হওয়া বইবে। বাতাসে জলীয় বাষ্প কম থাকবে। যার ফলে আবহাওয়া থাকবে শীতল ও শুষ্ক। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৩ থেকে ৯৬ শতাংশ।
আপনার মতামত লিখুন :