বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পৌষের শেষে দাপট দেখাচ্ছে শীত। রাজ্যজুড়েই জাঁকিয়ে শীত অনুভব করছে বঙ্গবাসী। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও, সারাদিন উত্তুরে হাওয়ার দাপটে ঠাণ্ডা ভালোই থাকবে। যদিও এর মধ্যে কিছুটা বেড়েছে তাপমাত্রা। রাতের তাপমাত্রা বাড়লেও, তা স্বাভাবিকের নীচেই রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচেই রয়েছে। কাজেই শীতের দাপট অব্যাহত বঙ্গে।
কাল তাপমাত্রা ১২.২ ডিগ্রি ছিল। আজ তা সামান্য বেড়ে হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ২২.১ ডিগ্রি থেকে বেড়ে ২৩.১ ডিগ্রি হয়েছে। বুধবার পর্যন্ত এমনই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর ফের তাপমাত্রায় সামান্য পতনের পূর্বাভাস।
অন্যদিকে, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, পশ্চিমের জেলাগুলি- পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জেলার কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এই তিন জেলায় জাঁকিয়ে শীতের উপভোগ করছেন মানুষ। পাশাপাশি কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে। দিনভর কুয়াশা থাকলেও সকালের দিকে ঘন কুয়াশা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, সামান্য তাপমাত্রা বাড়লেও, স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে তাপমাত্রার পারদ। আপাতত রাজ্য জুড়েই জমিয়ে শীতের সম্ভাবনা। এর সঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আপাতত বঙ্গে।
আপনার মতামত লিখুন :