শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস! এই নামের অর্থ কী? বাংলায় কতটা পড়বে এই ঝড়ের প্রভাব?

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১১:৪০ এএম | আপডেট: ডিসেম্বর ৮, ২০২২, ০৫:৪০ পিএম

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস! এই নামের অর্থ কী? বাংলায় কতটা পড়বে এই ঝড়ের প্রভাব?
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস! এই নামের অর্থ কী? বাংলায় কতটা পড়বে এই ঝড়ের প্রভাব? / প্রতীকী ছবি

ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আর এই ঘূর্ণিঝড়েরই নাম মান্দাস। এই নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। আরবি ভাষায় মান্দাস-এর অর্থ হল ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে যখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে,তখন তার নাম হবে মান্দাস।

এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ইতিমধ্যেই এই তিন জেলার উপকূলে ঝড়ের কড়া সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলাতেও।

মান্দাসের প্রভাবে এই রাজ্যে আকাশ আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে উত্তুরে হাওয়া বা উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব কমতে শুরু করবে। ফলে শীতের আমেজও কমবে।

কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশার পরিবেশ থাকবে। এছাড়া আকাশ দিনভর আংশিক মেঘলা থাকবে। সকালের তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।  আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই পরিস্থিতির কারণে রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসার ফলে আকাশ আংশিক মেঘলা বা কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। তবে আগামী চার পাঁচ দিনে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, কলকাতাতেও তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। বুধবার তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৮৬ শতাংশ। তবে আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা খানিক বাড়ার সম্ভাবনা। তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস।