রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়! উৎপত্তিস্থল বঙ্গোপসাগরই, কবে আসছে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

আত্রেয়ী সেন

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৯:০৯ পিএম | আপডেট: নভেম্বর ৪, ২০২২, ০৩:০৯ এএম

ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়! উৎপত্তিস্থল বঙ্গোপসাগরই, কবে আসছে? কী জানাচ্ছে হাওয়া অফিস?
ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়! উৎপত্তিস্থল বঙ্গোপসাগরই, কবে আসছে? কী জানাচ্ছে হাওয়া অফিস? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ঝড়-ঝঞ্ঝার মাস কি তবে নভেম্বর? তেমনটা না হলে, বারবার কেন এই নভেম্বরেই নানা ধরনের ঝড় তৈরি হয় সমুদ্রের বুকে। আর তারপর সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসে উপকূলের দিকে ভয়ঙ্কর আকার নিয়ে! এই জন্যই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে আতঙ্কে রয়েছেন উপকূলের বাসিন্দারাই। আর এখন তো নভেম্বর মাসই আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এবারও ব্যতিক্রম নয় কেন বলা হচ্ছে? আসলে চলতি নভেম্বরে এক বড় আকারের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, অতীত বলছে, বিগত ৫ দশকে উপমহাদেশে যত ভয়ঙ্কর হ্যারিকেন, সুপার সাইক্লোন, ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তা সবই এসেছে এই নভেম্বরেই।

এই নভেম্বরে ধেয়ে আসা ঘূর্ণিঝড় নিয়ে ঠিক বলা হয়েছে? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এ মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে, আগে থেকেই ঠিক হয়ে আছে, বঙ্গোপসাগরে নতুন করে কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে, তার নাম দেওয়া হবে ‘মান্দৌস’। রোটেশন পদ্ধতিতে এবারে ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

এবার প্রশ্ন উঠছে, কীভাবে এই ‘মান্দৌস’-এর খবর জানা গেল? মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য জানিয়েছে যে, সিত্রাংয়ের রেশ কাটতে না কাটতেই চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। বলা হয়েছে, আগামী ৭ থেকে ১০ নভেম্বরের মধ্যে একটি লঘু চাপ সৃষ্টি হয়ে নিম্নচাপের আকার নিতে পারে। যা ঝড়ে পরিণত হয়ে ১১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

এখানেই শেষ নয়। জানা গিয়েছে, এবার আর পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপরে নয়, এই ঘূর্ণিঝড়ের কোপে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ। যদিও, প্রত্যক্ষ না হলেও, পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের দিক থেকে বাংলার দিকে ধেয়ে আসতেই পারে মেঘ। এর জেরেই বৃষ্টি হতে পারে এরাজ্যে।

উল্লেখ্য, শনিবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি। সোমবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ক্রমশ তা শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। আর শেষে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১১ নভেম্বর সকালের দিকে অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের কাছাকাছি ভূ-ভাগে ঢুকতে পাতে ঝড়টি। এই ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একাংশে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে।

এদিকে, জানা গিয়েছে, এই ঝড়ের কারণে ১০ নভেম্বর থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। ১১ নভেম্বর দক্ষিণবঙ্গ এবং ১২ নভেম্বর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবার এর পাশাপাশি ঝড়ের কারণে পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে।