একটি ম্যাচও না হেরেও চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions trophy) ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু। গতকাল নিউজিল্যান্ডের (Newzealand ) বিরুদ্ধে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই নেমেছিল টিম ইন্ডিয়া। মোটা, থল থলে চেহারা সমস্ত কটাক্ষকে হেলায় উড়িয়ে দিয়ে গতকাল ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা।
২০২৩ ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার সহ্য করতে হয়েছিল ভারতকে। কিন্তু তারপর আর নয়। সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয় হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মাত দিয়েছে নিউজিল্যান্ডকে।
ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কি বললেন ভারতের ক্রিকেট তারকা কিং কোহলি? চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তার ব্যাট কথা না বললেও গোটা টুর্নামেন্ট জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তার উপস্থিতি দলে এক আলাদা মাত্রা যোগ করে।
চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ও বিশ্বকাপ জেতার থেকে কম কিছু নয়। আর তারপর ভারত সেরা ব্যাটার বলেন, এই বিজয়ের অদ্ভুত অনুভূতি। অস্ট্রেলিয়া সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। একগুচ্ছ তরুণদের সঙ্গে খেলতে পেরে দারুণ লাগছে। আমি আমার নিজের অভিজ্ঞতা ওদের সঙ্গে ভাগ করে নিই সবসময়। কীভাবে এতগুলো বছর ধরে আমি খেলেছি, কোন পরিস্থিতিতে কী করেছি সব ওদের বলি।
তিনি আরও বলেন, তরুণরা ভালো ছন্দে রয়েছে। ওরা টিম ইন্ডিয়াকে সঠিক পথে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও নিয়ে যাবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য গোটা দল ঝাঁপিয়ে পড়েছিল। এই ধরণের টুর্নামেন্ট সবাই দলগত ভাবে জেতার কথাই ভাবে। এই বিজয়, এই ট্রফিও আমাদের দলগত প্রচেষ্টার ফল।