এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে উন্মাদনার অপর নাম চ্যাম্পিয়নস ট্রফি। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কি ঘরে আনতে পারবে ভারত? এই প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে। এরই মধ্যে আসা জাগাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম।
গতকাল অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। তার আগে বাংলাদেশকে পর্যদুস্ত করেছিল ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সদাই হয় হাইভোল্টেজ। আর গতকালের ম্যাচেও উত্তেজনার কোন খামতি ছিল না।
বিভিন্ন অনুমান, ভবিষ্যৎ বাণী শেষে শেষ হাসি হেসেছে ভারত। আর যার কাঁধে ভর করে ভারত জিতেছে তার নাম অবশ্যই বিরাট কোহলি। উপমহাদেশের শ্রেষ্ঠতম ক্রিকেটার। গতকাল সেঞ্চুরি করেছেন ভারতের ক্রিকেট সম্রাট। ম্যাচে উইনিং ইনিংস খেলেছেন তিনি।
তবে কি জানেন শুধু ১০০ করে ম্যাচ জেতানোই নয়, একটা ইনিংসের সৌজন্যেই বারোটা রেকর্ড করেছেন তিনি। যা অবিশ্বাস্য হলেও চমকপ্রদ। উল্লেখ্য, ১০০ করার সাথেই আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে দ্রুত এদিন তিনি ১৪ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। একইসঙ্গে সচিনের ৩৫০ তম ইনিংস টপকে ২৮৭ ইনিংসে ১৪ হাজার রান করার রেকর্ড গড়েন কোহলি।
নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৫১ তম সেঞ্চুরি করেন তিনি। একইসঙ্গে আইসিসির কোনও প্রতিযোগিতায় সবথেকে বেশিবার ৫০ বা তার বেশি স্কোর করা ব্যাটারদের তালিকাতে শীর্ষ স্থান দখল করেছেন কোহলি। শুধু তাই নয় এদিনের ক্রিকেটে সবথেকে বেশি ক্যাচ ধরার রেকর্ডও গড়েছেন তিনি।
একইসঙ্গে ভারতের এই ক্রিকেট নায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ, রাহুল, শিখরের পর ৬ বার ৫০ বা তার বেশি রান করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত দিন পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল না। ২০১৭ সালে ৯১ রান করেছিলেন রোহিত শর্মা। প্রথম সেঞ্চুরি করে সেই বিরল রেকর্ডেরও মালিক হলেন বিরাট। সেইসঙ্গে সব ধরণের ফর্ম্যাটে বিশ্বের একমাত্র সেঞ্চুরি করা প্লেয়ার হলেন কোহলি।