রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

জালে ধরা পড়ল ১৫০ কেজির বিশালাকার ডলফিন, হুলস্থুল কাণ্ডে তোলপাড় চারদিক! দেখুন ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ১১:২৭ এএম | আপডেট: ডিসেম্বর ২, ২০২২, ০৫:৪৬ পিএম

জালে ধরা পড়ল ১৫০ কেজির বিশালাকার ডলফিন, হুলস্থুল কাণ্ডে তোলপাড় চারদিক! দেখুন ভিডিও
জালে ধরা পড়ল ১৫০ কেজির বিশালাকার ডলফিন, হুলস্থুল কাণ্ডে তোলপাড় চারদিক! দেখুন ভিডিও

তামিলনাড়ুতে জেলেদের জালে ধরা পড়ল বিশালাকার দু‍‍`টি ডলফিন। তাদের উদ্ধার করলেন জেলেরা ও বনবিভাগের আধিকারিকরা। বুধবার তামিলনাড়ুর রামানাথপুরমে মাছ ধরার সময় জালে ধরা পড়ে ডলফিন দু‍‍`টি। এরপরই উদ্ধারকাজে আসেন বনবিভাগের কর্তারা। জেলেদের সঙ্গে মিলিত প্রচেষ্টায় এরপর উদ্ধার করা হয় ডলফিন দুটিকে।

পরে আইএএস আধিকারিক সুপ্রিয়া সাহু শেয়ার করেন ডলফিন উদ্ধারের সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জেলেরা জাল থেকে একটি ডলফিনকে আলাদা করে সমুদ্রের জলে ছেড়ে দিচ্ছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‍‍`তামিলনাড়ুর বন দফতর এবং স্থানীয় জেলেরা আজ রামানাথপুরম জেলার কিলিকারাই রেঞ্জ এলাকায় মাছ ধরার জালে ধরা পড়া দুটি ডলফিনকে সফলভাবে উদ্ধার করেছে। আমরা এই সত্যিকারের বীরদের সম্মান জানাই।‍‍`

এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নেটিজেনদের নজর কেড়েছে। আর তা দেখে অধিকাংশই উদ্ধারকাজের তারিফ করেছেন। কেউ লিখেছেন, ‍‍`পরিবেশ রক্ষা করা উচিত। আমি তামিলনাড়ুর মৎস্যজীবীদের জন্য গর্বিত।‍‍` আবার কেউ লেখেন, ‍‍`এই কাজের জন্য তামিলনাডুর বন দপ্তরের কর্তারা এবং জেলেদের প্রশংসা ছাড়া উপায় নেই।‍‍`

জানা গিয়েছে, ভারত মহাসাগরের দক্ষিণ ভারতের উপকূলের কাছাকাছি সমুদ্র সৈকতে জেলেদের জালে ধরা পড়া বিশালাকার ডলফিন দু‍‍`টির ওজন ১৫০ থেকে ২০০ কিলোগ্রামের মধ্যে। তাই তাদের তোলার বদলে টেনে নিয়ে সমুদ্রের জলে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকাজে হাত লাগান জেলেরা এবং বন বিভাগের আধিকারিকরা।

উল্লেখ্য, এর আগেও ২০২০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম উপকূল বরাবর সৈকতে উঠে আসে প্রায় ১০০টি ডলফিন। সে সময় গ্রামবাসী এবং পুলিশের চেষ্টায় চলেছিল উদ্ধারকার্য।  সারারাত ধরে সামুদ্রিক প্রাণীদের সমুদ্রে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলেছিল৷