বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৫০০ টাকার নোট সরিয়ে রাখছেন ২০ টাকা! খোদ রেলকর্মীর ‍‍`হাতসাফাই‍‍` দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়

মৌসুমী মোদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৩:১৯ পিএম | আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ০৯:২৪ পিএম

৫০০ টাকার নোট সরিয়ে রাখছেন ২০ টাকা! খোদ রেলকর্মীর ‍‍`হাতসাফাই‍‍` দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
৫০০ টাকার নোট সরিয়ে রাখছেন ২০ টাকা! খোদ রেলকর্মীর ‍‍`হাতসাফাই‍‍` দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়

ছিল ৫০০ টাকা, হয়ে গেল কুড়ি টাকার নোট। নাহ কোনও ম্যাজিক নয়, নেহাতই ‍‍`হাতসাফাই‍‍`-এর নিপুণ কৌশল! কিন্তু আদতে এ এক বিরাট প্রতারণা। কারণ যিনি করছেন তিনি খোদ রেলকর্মী। চোখের নিমেষে যাত্রীদের দেওয়া ৫০০ টাকার নোট বদলে রেখে দিচ্ছেন ২০ টাকার নোট। আর রেলকর্মীর এমন ‍‍`কীর্তি‍‍`র ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওয়? এক যাত্রী ১২৫ টাকার টিকিট কাটতে একটি ৫০০ টাকার নোট দিচ্ছেন দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন স্টেশনের কাউন্টারে বসা কর্মীকে। কিন্তু তিনি মুহূর্তের মধ্যেই ৫০০ টাকার নোটটি হাতসাফাই করে সরিয়ে সেখানে নিজের পকেট থেকে বের করা ২০ টাকার নোট চোখের সামনে ধরে আরও টাকা চাইছেন টিকিটের মূল্য সম্পূর্ণ করতে।

এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যার জেরে বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন ওই কর্মী। নেট ভুবন জুড়ে বিতর্কের ঝড়। স্বাভাবিক ভাবেই এমন প্রতারণা দেখে বিস্মিত হয়ে গিয়েছেন সকলে।

মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এবং শেষমেশ তা দৃষ্টি আকর্ষণ করে রেলওয়ে সেবা ও উত্তর রেলের দিল্লি শাখারও। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখে সেই অনুযায়ী পদক্ষেপও করা হবে।

ভাইরাল ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন করেছেন মোক্ষম প্রশ্ন। যদি ওই ব্যক্তি ভিডিও না করতে পারতেন, তাহলে কী হত? কোনওভাবেই তো তাহলে নিজের অভিযোগকে প্রমাণ করতে পারতেন না তিনি। আরেকজন লেখেন, এভাবে অন্যের অর্থ প্রতারণা করে ছিনিয়ে নেওয়া অত্যন্ত লজ্জার। সকলেই দাবি করেছেন, দ্রুত শাস্তি দেওয়া হোক ওই কর্মীকে।