রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বরফের মাঝে মাইনাস ৪০ ডিগ্রিতে উদ্দাম ভাংরা নাচ! ভিডিও মন কাড়ল নেটিজেনদের

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৭:০২ পিএম | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২, ০১:০২ এএম

বরফের মাঝে মাইনাস ৪০ ডিগ্রিতে উদ্দাম ভাংরা নাচ! ভিডিও মন কাড়ল নেটিজেনদের
বরফের মাঝে মাইনাস ৪০ ডিগ্রিতে উদ্দাম ভাংরা নাচ! ভিডিও মন কাড়ল নেটিজেনদের

বর্তমানে এই তীব্র ঠান্ডার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে এক সর্দারজিকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক সর্দারজিকে হাড় কাঁপানো ঠান্ডায় ভাংড়া নাচ পরিবেশন করতে দেখা যাচ্ছে। যা দেখে এই ঠাণ্ডায়ও ঘাম ঝরেছে সকলের।

চারদিকে তুষারপাতের মধ্যে তাকে ভাংড়া নাচ করতে দেখে ব্যবহারকারীরা বিস্মিত। ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গুরদীপ পাণ্ডে নামে এক ব্যক্তি টুইটারে। এই ভিডিওতে, চারদিকে তুষারপাতের মধ্যে -৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাংড়া নাচ করতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পর সবাই হতবাক। একই সঙ্গে এই ভিডিওটি সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে এই ভিডিও।

মাইনাস ৪০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে মানুষ জন হাত-পা জ্যাকেট-সোয়াটারের বাইরে বের করতে পারে না সেখানে যে ব্যক্তি ভাংড়া নাচ করছেন।

জানা গিয়েছে, এই ব্যক্তি কানাডায় বসবাসকারী একজন ভারতীয়। ব্যবহারকারীরা ব্যক্তিটির ভাংড়া দারুণ পছন্দ করছেন। অনেক ব্যবহারকারী কমেন্ট সেকশনে ব্যক্তির নাচের প্রশংসা করেছেন।