বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

দাদুর হাতের তালুতে দাঁড়িয়ে দুর্দান্ত নাচ নাতির! খুদের কীর্তি দেখে তাজ্জব নেটিজেনরা, রইল ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২, ০৫:৪৯ পিএম | আপডেট: নভেম্বর ২৪, ২০২২, ১১:৫২ পিএম

দাদুর হাতের তালুতে দাঁড়িয়ে দুর্দান্ত নাচ নাতির! খুদের কীর্তি দেখে তাজ্জব নেটিজেনরা, রইল ভিডিও
দাদুর হাতের তালুতে দাঁড়িয়ে দুর্দান্ত নাচ নাতির! খুদের কীর্তি দেখে তাজ্জব নেটিজেনরা, রইল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেক ধরনের ভিডিওই ভাইরাল হতে দেখা যায়। বেশ কিছু ভিডিওর মাধ্যমে আবার নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরেন কনটেন্ট ক্রিয়েটাররা। যা নিমেষেই দর্শকদের মন জয় করে নেয়।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাদু ও নাতির জুটির বিরল পারফরম্যান্স। যা দেখে তাজ্জব নেটিজেনরাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে একটি ছোট শিশুকে তার দাদুর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যেন দাদু ও নাতি একসঙ্গে কোনো স্টান্ট বা কীর্তি করতে চলেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, দাদু তার নাতিকে হাতের তালুতে ধরে আছেন। এর মধ্যে গানের সুরে চমৎকার অভিব্যক্তি দিতে গিয়ে নাতি শূন্যে হাত-পা ছুঁড়ে গানের তালে নাচতে থাকে।

নাতিকে এক পায়ে হাতের তালুর ওপর দাঁড়িয়ে নাচতে দেখা যায়। এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন নরেন্দ্র সিং নামে এক ব্যবহারকারী। আর তা দেখে দেখে ব্যবহারকারীরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না।

ভিডিওটি দ্রুতই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওতে শিশুটির নাচের অভিব্যক্তি দেখে ব্যবহারকারীরা হতবাক। একই সঙ্গে, নাচের সময়, শিশুটি বিন্দুমাত্র ভয় না পেয়ে বা আতঙ্কিত না হয়েই তার নাচ চালিয়ে যায়। তার নাচ দিয়ে সবাইকে মুগ্ধ করে তুলছে এই শিশুটি।