শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ট্রেন দেরিতে আসায় হাততালি দিয়ে স্বাগত জানালো স্টেশনে অপেক্ষমান যাত্রীরা! মুহূর্তেই ভাইরাল ভিডিও

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৭:৩১ পিএম | আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ০১:৩১ এএম

ট্রেন দেরিতে আসায় হাততালি দিয়ে স্বাগত জানালো স্টেশনে অপেক্ষমান যাত্রীরা! মুহূর্তেই ভাইরাল ভিডিও
ট্রেন দেরিতে আসায় হাততালি দিয়ে স্বাগত জানালো স্টেশনে অপেক্ষমান যাত্রীরা! মুহূর্তেই ভাইরাল ভিডিও

ট্রেন দেরিতে আসায় বিরক্তি প্রকাশ করেন যাত্রীরা। কখনো বিক্ষোভ দেখান। কিন্তু ট্রেন দেরিতে আসার কারণে হাততালি দিয়ে উদযাপন করার দৃশ্য বোধ হয় এর আগে কখনো দেখা যায়নি। তবে সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বংনিউজ ২৪*৭।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্টেশনে ট্রেনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যাত্রীরা। এদিকে ট্রেন নয় ঘন্টা লেট। যেদিক থেকে ট্রেন আসার কথা সেদিকে বারবার উৎসুক আগ্রহী যাত্রীরা উঁকিঝুঁকি মারছেন।

এরপরেই সেই ভিডিওতে দেখা গিয়েছে, দূর থেকে আসতে দেখা যাচ্ছে ট্রেনকে। প্রমিস পোস্ট হচ্ছে ট্রেনের আলোর বিন্দু। এরপর ট্রেন স্টেশনে ঢুকতেই হাততালি দিয়ে নেচে উঠলেন যাত্রীরা। তা জানালেন ট্রেন দেরিতে আসার কারণেই তারা উদযাপন করলেন।

রবিবার এক ব্যক্তি এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আমাদের ট্রেন নয় ঘন্টা দেরিতে পৌঁছালো। যাত্রীরা উল্লাসে মেতেছেন"। এদিকে এই নজির বিহীন ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে। কারণ এতদিন ট্রেন দেরি করে এলে বিক্ষোভ দেখানো হতো বা বিরক্তি প্রকাশ করে কর্তৃপক্ষকে দোষারোপ করা হতো। কিন্তু ট্রেন দেরিতে আসার ফলে এভাবে উদযাপন করার নজির কার্যত প্রথম।