চলে যাওয়ার সময় এসেছে! অভিনয় ছাড়ার কি ইঙ্গিত দিলেন অভিনেতা অমিতাভ বচ্চন?

By Bongnews24x7

Published On:

Follow Us

নায়ক থেকে পার্শ্ব চরিত্র যে কোনও ছবিতে তাঁর উপস্থিতি সেই সিনেমার জন্য বিশাল বড় ব্যাপার। আসলে তিনি কোন‌ও সিনেমায় থাকা মানেই সেই সিনেমার মর্যাদা অনেকটা বেড়ে যায়।‌ একইসঙ্গে দর্শকদের সেই সিনেমার প্রতি বেড়ে যায় বিশ্বাস, আস্থা।

তিনি অমিতাভ বচ্চন। ভারতীয় সিনেমার মুকুটহীন সম্রাট। তিনিই শাহেনশাহ। আজও তার নাম শুনলে শ্রদ্ধায় নত হয় সবার মাথা। আজও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন তিনি, পূর্ণ্য দৈর্ঘ্যের উপস্থিতি হোক বা স্বল্পদৈর্ঘ্যের তাঁর উপস্থিতিই ছবির জন্য অনেক বড় ব্যাপার। হোক না তা ক্ষণিকের। এমনটা আজও মনে করেন পরিচালক থেকে প্রযোজক সকলেই।

আসলে ভারতীয় সিনেমা দুনিয়ায় তিনি আজও সুপারস্টার। তার মতো করে নাম, খ্যাতি, যশ নামিয়েছেন খুব কম অভিনেতা। শুধু নায়ক হয়ে নয়, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বিভিন্ন চরিত্রে মানিয়ে নিয়েছেন তিনি। ‌ সোশ্যাল মাধ্যমেও‌ দারুণ রকমের অ্যাক্টিভ অভিনেতা।‌ বিভিন্ন বিষয়ে নিজের মতামত তিনি তুলে ধরেন সোশ্যাল মাধ্যমে। নিয়মিত ব্লগ লেখেন।

আর এবার সেখানেই নিজের বিদায়ের ইঙ্গিত দিলেন অভিনেতা। নিজের এক্স প্রোফাইলে বিগ বি লিখেছেন, ‘টাইম টু গো’অর্থাৎ চলে যাওয়ার সময় এসেছে। আর এই পোস্ট দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে? কোথায় চলে যাবার কথা বলেছেন তিনি? তবে কি এবার অভিনয় ছাড়বেন তিনি? যদিও এই বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন অভিনেতা।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now