বিনা টিকিটে এসি কামড়ায় ভ্রমণ! পুলিশ অফিসারকে টেনে নামালো টিটি! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

By Bongnews24x7

Published On:

Follow Us

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন যে কোন‌ও জায়গায় ঘটা যে কোন‌ও ধরনের ঘটনা চোখের নিমেষে আমাদের হাতের মুঠোয় চলে আসে। তার মধ্যে কিছু কিছু ঘটনা নিতান্তই অবিশ্বাস্য। আর যা দেখলে চক্ষু চরক গাছ হয় বৈকি! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই রকমই একটি ঘটনার ভিডিও।

ঘটনা কী? ট্রেনের এসি কামড়ায় বিনা টিকেট কেটে ভ্রমণ করছিলেন এক পুলিশ অফিসার কিন্তু তাকে পুলিশ অফিসার হিসেবে রেয়াত করেননি টিটি। ওই পুলিশ অফিসারকে কার্যত ঘাড় ধরে বের করে দেন ওই টিকিট পরীক্ষক। পুলিশের মতো‌ একজন প্রভাবশালী পেশার মানুষকেও বের করে দিতে দুবার ভাবেননি ওই টিকিট পরীক্ষক। নিজের কর্তব্যে অনড় ছিলেন তিনি।

সাধারণ মানুষ ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করলে শাস্তি পান, জরিমানা হয়। পুলিশের ক্ষেত্রেও হবে না কেন? পুলিশ অফিসার বলে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে ছাড় পেয়ে যাবেন তিনি? তা করতে দিতে নারাজ ছিলেন ওই টিকিট পরীক্ষক। রীতিমতো এই পুলিশকে ঘাড় ধরে বের করে দেন তিনি।

এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা ওই টিকিট পরীক্ষককে প্রশংসায় ভরিয়েছেন। এইরকম আদর্শবান টিকিট চেকার আজকের দিনে কোথায় পাওয়া যায়? ভাইরাল ভিডিওতে দেখা গেছে, উর্দিধারী এক পুলিশ এসি কম্পার্টমেন্টে এসে রীতিমতো গায়ে চাদর চাপা দিয়ে ঘুমাচ্ছিলেন।‌ সেখানে টিকিট চেক করতে আসেন এক টিকিট পরীক্ষক। ওই পুলিশের কাছে জেনারেল কামরার টিকিট পর্যন্ত ছিলনা।

TTE confronts a cop for travelling without ticket in the AC coach
byu/Depressed-Devil22 inindianrailways

আর যা দেখে রীতিমতো রেগে যান ওই টিকিট পরীক্ষক। গলার স্বর উঁচিয়ে তিনি ওই পুলিশকে কটাক্ষ করে বলেন, ‘উর্দিধারীদের থেকে কি টিটি টিকিট দেখতে চায় না? এসি কামরায় এসে শুয়ে আছো। ধরেই নিয়েছ যে খালি সিট থাকলেই সেগুলি পুলিশের জন্য? ঘরের নিয়ম চলছে সর্বত্র ? যাও এক্ষুনি এখান থেকে উঠে যাও। ‌ তোমাকে যেন জেনারেলেও না দেখতে পাই। টিটির কাছে ভর্ৎসিত হয়ে মুখ চুন করে বেরিয়ে যায় ওই পুলিশ অফিসার। ‌



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now