যেখানে আনারসের মধ্যে বিস্ফোরক ঢুকিয়ে খাইয়ে মেরে ফেলা হয়েছিল এক গর্ভবতী হাতিকে, সেই কেরলেই এবার হাতির আক্রমণ। যদিও এর পিছনেও অবশ্য দায়ী মানুষ। আর যার জেরে অবশ্য প্রাণ গেল মানুষেরই।
ঘটনা কী? বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দির চত্বরে বাজি ফাটাচ্ছিলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। দেদার চলছিল শব্দবাজিও ফাটানো। সেই সময় ওই মন্দিরচত্বরেই ছিল দু’টি হাতি। আর এই বাজির শব্দেই ভয় পেয়ে যায় দুই হাতি। এই ঘটনাটি ঘটেছে মনকুলঙ্গারা মন্দিরে।
সন্ধ্যা ৬টা নাগাদ সন্ধ্যারতি চলাকালীন এই ঘটনা ঘটে। শব্দবাজি ফাটানোর জেরে দারুণ ভয় পেয়ে যায় হাতি দু’টি। ভয়ে ছোটাছুটি করতে শুরু করে তারা। আর হাতির ভয়ে পুণ্যার্থীরাও ছোটাছুটি শুরু করে দেয়। হাতি দু’টিকে মন্দির চত্বরে ছুটতে দেখে পুণ্যার্থীরাও তখন মন্দির ছেড়ে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকেন। আর তখনই পদপিষ্টের মতো ঘটনাটি ঘটে যায়।
শুধু তাই নয়, হাতির ছোটাছুটিতে ভেঙে যায় মন্দিরের পাঁচিল। আর তার নীচে চাপা পড়ে যান কয়েক জন পুণ্যার্থী। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়। কেন ওই মন্দিরে হাতি দু’টিকে রাখা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা, কিংবা বাজি পোড়ানোর আগে পুন্যার্থীরা অনুমতি নিয়েছিলেন কিনা সবদিক খতিয়ে দেখা হচ্ছে।