এখন মানুষ ডেটা ব্যাবহার করেন ইউটিউব এর থেকেও বেশি ওটিটি তে। এই সময়ে OTT (ওটিটি) বা ওভার দ্যা টপ প্ল্যাটফর্মের চাহিদা অনেকটাই বেশি। বহু ইন্টারনেট ইউজারই এখন বিনোদনের জন্য Netflix, Amazon Prime, Voot, Hoichoi ইত্যাদি সংস্থার সাবস্ক্রিপশন নিয়ে থাকেন।
তবে আপনি যদি disney+hotstar এর সাবস্ক্রিপশন নিতে চান তো এই প্লানটি রিচার্জ করতে পারেন। তবে এই প্লানটি আপনি ডিজনি+হটস্টারের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন না। আদলে এটি হলো ভোডাফোন আইডিয়া বা vi এর একটি ডেটা ভাউচারের বেনিফিট, আর এই প্লানের মাধ্যমেই ডেটার সাথে ওটিটি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
নতুন সমস্ত প্ল্যানের সাথে এই সময়ে ভিআই বেশ কয়েকটি ডেটা ভাউচার লঞ্চ করেছে যার মধ্যে একটি হল ১৫১ টাকার। যে প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা মোট ৮ জিবি ৪জি (4G) ডেটা পাবেন। যার বৈধতা থাকবে ৩০ দিন পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস। তবে এই প্ল্যানে আপনি ভয়েস কলিং বা এসএমএসের সুবিধা পাবেন না।
তার বদলে প্ল্যানটি দিচ্ছে তিন মাসের জন্য ডিজনি+হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। মানে হিসেব করলে ইউজাররা ডেটার দাম বাদ দিয়ে গড় ৫০ টাকা মাসিক খরচে এই ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগ করতে পারবেন। তাই আপনাদের যদি প্রয়োজন হয় এই প্লানটি রিচার্জ করে নিতে পারেন।
আপনার মতামত লিখুন :