বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কোনো App ছাড়াই পেয়ে যাবেন স্পাম কল অ্যালার্ট, কিভাবে? জানুন বিস্তারিত

সৌভিক বেজ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ১১:৫২ পিএম | আপডেট: ডিসেম্বর ৩১, ২০২২, ০৫:৫২ এএম

কোনো App ছাড়াই পেয়ে যাবেন স্পাম কল অ্যালার্ট, কিভাবে? জানুন বিস্তারিত
কোনো App ছাড়াই পেয়ে যাবেন স্পাম কল অ্যালার্ট, কিভাবে? জানুন বিস্তারিত

Google ঘোষণা করেছে যে সংস্থাটি শীঘ্রই স্প্যাম কল আটকাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে এই সংস্থা। ফোনে স্প্যাম কল এলে অ্যালার্ট পাবেন সকল ব্যাবহারকারী। গুগল ভয়েসে ‘সাসপেক্ট স্প্যাম কলার’ নামক অপশন যুক্ত করা হচ্ছে বলে গুগল জানিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের সাহায্যে এই লেবেল স্প্যাম কলের সাথে লাগিয়ে দেওয়া হবে।

নতুন এই লেবেল চালু হলে, ব্যবহারকারীরা স্প্যাম কলের সময় রেড সিগন্যাল বা ভয়েস শুনতে পাবেন যে তারা একটি স্প্যাম কল পাচ্ছেন। Truecaller এর অনুরূপ একটি ফিচার প্রদান করে যা রেড এবং গ্রীন কালারের মাধ্যমে স্প্যাম ও সাধারণ কল কে আলাদা ভাবে বুঝিয়ে দেয়।

এই লেবেলটি ব্যবহারকারীদের স্প্যাম কলের মাধ্যমে জালিয়াতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করবে। কল হিস্ট্রি এবং আপকামিং কল স্ক্রিনে নতুন লেবেল প্রদর্শিত হবে যা থেকে সহজেই বোঝা যাবে।

ব্যবহারকারীরা চাইলে কোনো নম্বর কে এই লেবেল থেকে মুক্ত করতে রিপোর্ট করার বিকল্প পাবেন, যার পরে সাসপেক্ট স্প্যাম লেবেলটি সেই নম্বরের ক্ষেত্রে আর প্রদর্শিত হবে না। অর্থাৎ, ব্যবহারকারীরা নিজেরাই কোনটি স্প্যাম কল ও কোনটি সাধারণ কল তা নিশ্চিত করতে পারবেন যা পরবর্তীতে অন্য কলে ব্যবহৃত হবে।